পরবর্তী খবর
বাংলা নিউজ > বায়োস্কোপ > পুরীর সমুদ্রে উত্তাল ঢেউ, উল্টে গেল স্পিড বোট, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সৌরভের দাদা-বৌদি স্নেহাশিস ও অর্পিতা
স্ত্রী অর্পিতাকে নিয়ে পুরী বেড়াতে গিয়ে মহা বিপদে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দাদা, CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সমুদ্রে স্পিড বোটে চড়ে ঘুরতে গিয়েই বিপত্তি। বড়সড বিপদের হাত থেকে রক্ষা পেলেন স্নেহাশিস ও অর্পিতা।
জানা যাচ্ছে, উত্তাল সমুদ্রে ঢেউ-এর দাপটে উল্টে যায় স্পিড বোট। তবে লাইফ জ্যাকেট থাকায় কোনও রকমে ভেসে থাকেন তাঁরা। তবে ঘটনাটা সমুদ্রে খুব বেশি গভীরে হয়নি। তাই নুলিয়ারা গিয়ে সৌরভের দাদা-বৌদি, সহ অন্যান্য পর্যটকদের উদ্ধার করেন। কোনওরকমে প্রাণ বাঁচলেও আকষ্মিক ঘটনায় বিপর্যস্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও অর্পিতা।
ছুটি কাটাতে গত শনিবার পুরী বেড়াতে গিয়েছিলেন স্নেহাশিস ও অর্পিতা।
বিস্তারিত আসছি…