বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানকে জন্ম দেওয়ার জন্য প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। যদিও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি তিনি। অন্তঃসত্ত্বার সময় থেকেই একের পর এক ছবি, ভিডিয়ো পোস্ট করেন তিনি। প্রতিটি স্পেশাল মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। এবার আরও একবার সমাজ মাধ্যমে ভাগ করলেন একটি আনন্দের খবর।
২৬ মে অর্থাৎ সন্তান জন্মের ঠিক চার মাস পর মা হওয়ার চার মাস উদযাপন করলেন রূপসা চট্টোপাধ্যায়। ছেলেকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে মোমবাতিতে ফুঁ দিলেন তিনি। সবাইকে জানালেন মাতৃত্বের চার মাস পূর্ণ হওয়ার সুখবর।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
রূপসা যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, কোলে সন্তান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ভিডিয়ো করছেন স্বামী। হাতে ধরা একটি ছোট্ট রেড ভেলভেট কেক। কেকের ওপরে হাঁসের আকৃতি ছোট্ট মোমবাতি।
ভিডিওটি শুরু হতেই রূপসাকে বলতে শোনা যাচ্ছে, ছেলে ঘুমিয়ে রয়েছে। যদিও তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকলেও ছেলে যে জেগে জেগে বাবা মায়ের কীর্তি কলাপ দেখছে, তা ধরা পড়ে যায় ভিডিয়োয়। স্বামীর সঙ্গে মোমবাতিতে ফুঁ দিয়ে রূপসা বলেন, হ্যাপি ফোর মান্থ। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনেও তিনি লেখেন, চার মাস সম্পূর্ণ হলো ডুগ্গু। মামা অ্যান্ড ড্যাডা লাভস ইউ।
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
প্রসঙ্গত, ছেলের চার মাস হওয়ার আগেই কাজে ফিরেছেন রূপসা। জানা গিয়েছে, একটি নতুন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছেলেকে নিয়েই সিরিজের লুক টেস্ট দিয়েছিলেন তিনি। বোঝাই যাচ্ছে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এবার পুরোদমে কাজে ফিরতে চলেছেন রূপসা।