Avnish Barjatya directorial debut: পরিচালক হিসেবে ডেবিউ সূরজ বরজাতিয়ার ছেলের, প্রথম ছবি ‘দোনো’য় আছেন কারা
1 মিনিটে পড়ুন Updated: 21 Jul 2023, 12:14 PM ISTAvnish Barjatya directorial debut: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৭৫ বছর পূর্ণ করেছে রাজশ্রী প্রোডাকশন। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে প্রোডাকশন হাউসের ৫৯তম ছবির ঘোষণা সেরেছেন নির্মাতারা। ছবির নাম ‘দোনো’। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে হাতেখড়ি হবে পরিচালক সূরজ বরজাতিয়া পুত্র অবনীশ বরজাতিয়ার।
বাবা-পরিচালক সূরজ বরজাতিয়ার পদাঙ্ক অনুসরণ করে পরিচালক হিসেবে এই ছবি দিয়েই হাতেখড়ি হবে অবনীশ বরজাতিয়ার।