
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
'প্যায়ার কা পাঞ্চনামা' ছবিতে অভিনয়ের জন্যই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী সোনালি সেহগল। ২৭ নভেম্বর এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনালি। নতুন মা এবং তাঁর স্বামী অশেষ এল সাজনানি নিজেই তাঁদের জীবনে নতুন অতিথির আগমনের সুখবর শুনিয়েছেন। সন্তানের আগমনে তাঁদের জীবন আপাতত খুশিতে পূর্ণ। বুধবার সন্তানের আগমনের পরই আবেগে আত্মহারা হয়ে যায় সোনালির স্বামী। সন্তনের জন্মমুহূর্তটি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অশেষ।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে অশেষ এল সাজনানি বাবা হওয়ার পর আবেগে আত্মহারা হয়ে যান। সেই অনাবিল আনন্দকে ক্যাপচার করে একটি সুন্দর ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় টুপি ও মাস্ক পরে রয়েছেন অশেষ, বোঝাই যাচ্ছে সন্তানের জন্মের সময় OT-র মধ্যেই ছিলেন তিনি। সন্তান জন্মের পর মুহূর্তে বাবা হওয়ার পর আনন্দে লাফিয়ে ওঠেন এবং খুশিতে নাচতে শুরু করেন সোনালির স্বামী। ভিডিওটিতে তাঁদের মেয়ের প্রথম কান্নার শব্দটিও শোনা যাচ্ছে, আর নতুন বাবা অশেষ ঠিক তখনই নাচতে শুরু করেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে লেখেন, ‘আমাদের সন্তান এসে গিয়েছে’।
আরও পড়ুন-কৌশাম্বির সঙ্গে দূরত্ব বেড়েছে? এবার অবশেষে মুখ খুললেন আদৃত রায়
এদিনই অভিনেত্রীর মুখপাত্র কন্যা সন্তানের আগমনের খবর শোনান। গতকাল সন্ধ্যায় (বুধবার) মুম্বইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন সোনালি এবং মা ও শিশু উভয়ই সুস্থ আছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত ৫ বছরেরও বেশি সময় ধরে ডেটিংয়ের পরে, সোনালী হোটেল ব্যবসায়ী অশেষ সজনানির সাথে ২০২৩-এর ৭ জুন গাঁটছড়া বাঁধেন। প্যায়ার কা পাঞ্চনামা অভিনেত্রীর বিয়েতে তাঁর বেশ কয়েকজন সেলিব্রিটি বন্ধু এবং ইন্ডাস্ট্রির বাইরের বন্ধুরাও উপস্থিত ছিলেন।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে সোনালি বলেন, জীবনের এই নতুন অধ্যায় নিয়ে তিনি উচ্ছ্বসিত। তাঁর কথায়, ‘মাতৃত্বে পুরো ধারণাটিই খুব রোমাঞ্চকর। আমি প্রতি সেকেন্ডে এটা সম্পর্কে সচেতন এবং এখনও অনেক পরিকল্পনা চলছে। অষ্টম-নবম মাসের প্রবেশের পর আমার এক বন্ধু আমাকে মাতৃত্বের জন্য প্রস্তুত করেছিল। হঠাৎ আমার মনে হল, ’হে ঈশ্বর, আমাকে শিশুর কাপড় ধুতে হবে! আমি একবার মাঝরাতে ঘুম থেকে উঠে আমার বন্ধুকে বললাম, আমি আই মুহূর্তে পুরো ঘোরের মধ্যে কাটাচ্ছি। প্রতিটি মুহূর্তে আমি সচেতন, আমি উৎসাহী।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports