সোনাক্ষী সিনহার দাদা কুশ সিনহা 'নিকিতা রায়' ছবিটির বানিয়েছেন। ১৮ জুলাই তিনটি হিন্দি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মোহিত সুরির 'সাইয়ারা, কুশ সিনহার ‘নিকিতা রায়’ এবং অনুপম খেরের ‘তানভি দ্য গ্রেট’। কিন্তু বক্স অফিস জুড়ে ‘সাইয়ারা’র দাপট। ইতিমধ্যেই এই ছবি যে ব্লকবাস্টার তা তো বলাই বাহুল্য। তবে অন্য দুটি ছবি বক্স অফিসে তেমন ভালো টক্কর দিতে পারেনি।
আরও পড়ুন: 'এই জন্মে শুভশ্রী তাঁর নাম থেকে আমাকে সরাতে পারবে না…', হঠাৎ কেন এমন বললেন দেব?
আরও পড়ুন: ছোট পর্দায় ফিরছেন শোলাঙ্কি রায়! জানেন কোন চ্যানেলের মেগায় দেখা যাবে নায়িকাকে?
দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশ তাঁর ছবি 'নিকিতা রায়'-এর বক্স অফিসে ব্যর্থতা সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, ‘কেউ এটা আশা করেনি। বক্স অফিসের ফলাফল আমাদের হাতে নেই। আমি খুশি যে দুই নতুন অভিনেতার ছবি এত ভালো ব্যবসা করেছে। আমি যশ রাজ ফিল্মের জন্য খুব খুশি। আমি ওঁদের অভিনন্দন জানাতে চাই।’
আরও পড়ুন: দুর্গার রূপে কোয়েল, অন্নপূর্ণা বেশে তৃণা! স্টার জলসার মহিষাসুরমর্দ্দিনীতে বড় চমক ‘গীতা’ হিয়ার
আরও পড়ুন: কনের সাজে নন্দিনী-সাইনা! 'লাপাতা লেডিজ'-এর আদলে আসছে জি বাংলার নতুন মেগা 'কনে দেখা আলো'?
তিনি আরও বলেন, 'আমাদের ছবিটি 'সাইয়ারা' ঝড় থেকে বেঁচে গিয়েছে। প্রেক্ষাগৃহের সংখ্যা ৪০%-৫০% বাড়িয়ে দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। অন্যদিকে, আমাদের সঙ্গে মুক্তি পাওয়া তৃতীয় ছবিটি (তানভি দ্য গ্রেট) প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।'
আরও পড়ুন: শুভশ্রীর জন্যই দেব ছবির ক্যাপশনে 'এমনি' লেখেন? ‘ওঁর সঙ্গে কথা হয়…’, যা বললেন নায়ক
কুশ আরও বলেন, ‘আমার ছবির সবচেয়ে ভালো দিক হল এটা সম্পূর্ণ মৌলিক গল্প। আমরা কোথাও থেকে কোনও দৃশ্য চুরি করিনি।’ তবে চর্চা শুরু হয়েছে যে 'সাইয়ারা' নাকি কোনও মৌলিক গল্প থেকে তৈরি হয়নি, এটি নাকি কপি? তাই কি এই এমন বললেন কুশ। এই প্রসঙ্গ তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা হচ্ছে ঠিকই। তবে ওঁদের এর উত্তর দিতে হবে। ব্যাখ্যা দেওয়া ওঁদের কাজ। তবে আমি সব সময় স্পষ্ট করে বলেছি যে, আমি মৌলিক গল্প বলতে চাই। যদি আমি কখনও রিমেক তৈরি করি, তাহলে সেটা হবে একটা অফিসিয়াল রিমেক।’