'ইচ্ছে নদী' ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রেখেছিলেন শোলাঙ্কি রায়। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল 'গাঁটছড়া' ধারাবাহিকে। বারংবার নিত্য নতুন চরিত্রে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। এবার খবর ফের ছোট পর্দায় ফিরছেন নায়িকা। জানেন কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: শুভশ্রীর সঙ্গে ফের দেবের ছবি আসছে! 'আমি ওই পুরো সময়টা…', যা বললেন রুক্মিণী
শোলাঙ্কি মেগা দিয়ে কাজ শুরু করলেও তাঁর ঝুলিতে আছে একাধিক ছবি। তাছাড়াও বহু সিরিজেও নায়িকাকে মুখ্য ভূমিকায় নজর কাড়তে দেখা গিয়েছে। আসলে বর্তমানে সিনেমা এবং সিরিজেই বেশি মনোযোগী নায়িকা। শুধু তাই নয় মাঝে বেশ কিছুটা সময় মায়ানগরী মুম্বইতেও ছিলেন তিনি। হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন সেখানে বেশ কিছু মেগার জন্য ডাক এসেছিল তাঁর কাছে। কিন্তু মেগা করতে নারাজ নায়িকা, তাই সেই সব অফার গ্রহণ করেননি। তাঁর মূল লক্ষ্যই ছিল ছবি বা সিরিজ। 'খাঁকি ২'-এর সুযোগও আসে তাঁর কাছে। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে তাঁকে বাদ পড়তে হয়। তবে তা নিয়ে অবশ্য নায়িকার কোনও আক্ষেপ নেই।
এরপর চলতি বছরে মুম্বই থেকে ফিরে বেশ কিছু বাংলা ছবি ও সিরিজে তিনি কাজ করেন। সামনেই তাঁর নতুন একটি ছবিও মুক্তি পেতে চলেছে। তবে এই সবের মধ্যেই খবর ফের নাকি ধারাবাহিকে ফিরছেন নায়িকা? আজকাল একাধিক অভিনেতা, অভিনেত্রী সিরিজ, সিনেমায় কাজ করতে করতে ছোট পর্দাতেও কাজ করছেন। এবার কি তবে সেই পথেই হাঁটতে চলেছেন শোলাঙ্কি?
আরও পড়ুন: শুভশ্রী নয়, প্রেমিকাকে পাশে নিয়ে ‘গানে গানে’ গাইলেন দেব! ‘ধূমকেতু’ নিয়ে বিশেষ বার্তা দিলেন রুক্মিণী
আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সত্যি তিনি একটি মেগায় ফিরছেন। তবে তা কোনও নতুন মেগা নয়। বরং খুবই চর্চিত একটি মেগা। সেই মেগায় পরিচালকের বদল ঘটে ছিল এক সময়। একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে মেগা উঠে এসেছিল চর্চায়। এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কী সেই মেগা। হ্যাঁ ঠিকই অনুমান করেছেন 'ভিডিয়ো বউমা'। এই মেগাতেই এবার দেখা মিলবে শোলাঙ্কির।
তবে নায়িকাকে টানা কাজ করতে দেখা যাবে না। আসলে মেগার একটি বিশেষ পর্বে তাঁর দেখা মিলবে। ধারাবাহিকে ‘লাহিড়ি বাড়ি’তে নতুন মানুষের আগমন! তাই গোটা পরিবার মিলে করছে ইলিশ উৎসব। সেখানেই বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে শোলাঙ্কিকে। একদিনের শ্যুটিং ছিল। সেটা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সম্ভবত ৩১ জুলাই ওই বিশেষ পর্বের সম্প্রচার হবে।