পরীমনির সঙ্গে জন্মদিনের কেক কাটছিলেন, আর এরপরই হঠাৎ মৃত্যু হয় গৌরবের। অনেকেই তাই প্রশ্ন তুলে বলছেন, গৌরবের মৃত্যুটা স্বাভাবিক নয়। আর এই প্রশ্ন ওঠার পরই শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার তদন্ত ভার গিয়ে পড়েছে সোহমের উপর।
ভাবছেন এসব কী বলছি?
আসলে এসবই ঘটেছে 'ফেলুবক্সী'র টিজারে। দীর্ঘ প্রতীক্ষার পর ২৮ ডিসেম্বর শনিবার মুক্তি পেয়েছে 'ফেলুবক্সী'র টিজার। আর সেখানেই পরীমনি, মধুমিতা সরকারের সঙ্গে দেখা মিলেছে সোহম চক্রবর্তী। তিনিই এই গল্পের কেন্দ্রীয় চরিত্র 'ফেলুবক্সী'। অর্থাৎ সোহমের চরিত্রের নামেই ছবির নামকরণ।
টিজারে সোহমের চরিত্রের বর্ণনায় বলতে শোনা গেল, ওর নাম ফেলুবক্সী, শুনেছি, ওর খুব সাহস, ও খুবই ইন্টেলিজেন্ট, আবার ডেঞ্জারাস! ছবির ট্রেলার ঢিসুম ঢিসুম মারপিট করতেও দেখা গেল সোহমকে। আবার সোহমকে খুনের ঘটনায় পরীমনিকে জেরা করতেও দেখা যায়। তিনি প্রশ্ন করেন, ‘বরুণ বাবু যে খুন হলেন, এতে তোমার কাউকে সন্দেহ হয়?’
আরও পড়ুন-'খাদান' হিট, এরই মাঝে দেব-যিশু-ইধিকাদের নিয়ে মুখ খুললেন পরিচালক, কী এমন বললেন সুজিত?