
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিয়ের পর দেখতে দেখতে একসঙ্গে ১২ বছর কাটিয়ে ফেললেন অভিনেতা সোহম চক্রবর্তী ও তনয়া চক্রবর্তী। বিবাহবার্ষিকীতে স্ত্রীর হাত ধরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেতা-বিধায়ক সোহম। তারই কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোহম।
ভিডিয়োর শুরুতে সাদা ফুলহাতা শার্ট ও ধূসর রঙের প্য়ান্টে দেখা যাচ্ছে সোহম চক্রবর্তীকে। অন্যদিকে তনায়াকে নীল রঙের জামদানি শাড়ি ও ব্লাউজে দেখা যাচ্ছে, তাঁর গলায় একটা সোনার একটা চোকার। তাঁদের সঙ্গে মন্দিরে ঢুকতে দেখা যায় অভিনেতার মা দীপা চক্রবর্তীকেও। যত্ন নিয়ে হাত ধরে মাকে মন্দিরে ঢোকাতে দেখা যায় সোহমকে।মন্দিরে গিয়ে দেবী প্রতিমার একদম সামনে থেকে পুজো দিতে দেখা যায় অভিনেতাকে। তারপর একে অপরের হাত ধরে মন্দির থেকে বের হয়ে আসেন সোহম-তনয়া। হাত ধরেই রাস্তায় হাঁটতে দেখা যায় তাঁদের। মন্দির চত্ত্বরে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তাঁরা। তবে এদিন তাঁদের সঙ্গে দেখা যায়নি তাঁদের দুই পুত্রকে। 'একসাথে পথচলার ১২ বছর' ক্যাপশানে ভিডিয়োটি পোস্ট করেছিলেন সোহম।
আরও পড়ুন-শ্রাবন্তীকে ছেড়ে ২য় বিয়ে, এবার বাবা হলেন সুপারমডেল কৃষাণ, জন্মমাত্রই দিলেন সন্তানের ছবি
২৩ নভেম্বর, শনিবার স্ত্রী তনয়াকে জড়িয়ে আরও একটা আদুরে পোস্ট করেছিলেন সোহম চক্রবর্তী। ক্যাপশানে লিখেছিলেন, ‘একসঙ্গে থাকার সবচেয়ে সুখের ১২বছর। এটা মসৃণতম হোক কিংবা সবচেয়ে কঠিন, তুমি সবসময় আমার সঙ্গে এই যাত্রা জুড়ে ছিলেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হাত ধরে রাখার জন্য সর্বদা তোমার হাত প্রয়োজন #puchku @tanayaschakraborty8 আমি তোমাকে ভালবাসি জান।’
বিয়েরও বহু আগে থেকেই একসঙ্গে একে অপরকে চেনের সোহম চক্রবর্তী ও তনয়া পাল। সেই ২০০৬ সাল থেকে তাঁদের আলাপ। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন সোহম আর তনয়া। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। ২০১৬ সালে সোহম-তনয়ার কোলে আসে তাঁদের প্রথম সন্তান। ছেলের নাম রাখেন আয়াংশ। এরপর ২০১৮ সালে ফের পুত্র সন্তানের বাবা হন সোহম। ছোট ছেলের নাম রাখেন আধ্যাংশ।
কেরিয়ারে খু ছোট বয়সেই শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন সোহম। তখন তাঁকে সকলে ‘মাস্টার বিট্টু’ নামেই চিনত। পরে বড় হয়েও অভিনয়কেই পেশা করেন তিনি। তারও পরবর্তীতে রাজনীতিতেও পা রাখেন, বর্তমানে বড়জোড়া বিধানসভার তৃণমূলের বিধায়ক তিনি। অভিনয় কেরিয়ারে, ১০০টির বেশি ছবিতে কাজ করেছেন। ‘চিরদিনই...তুমি যে আমার’, ‘প্রেম আমার’, 'চ্যালেঞ্জ-এর মতো হিট ছবিতে কাজ করেছেন সোহম।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports