
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাবা হলেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী সুপারমডেল কৃষাণ বিরাজ (Krishan Viraj)। ২১ নভেম্বর, বৃহস্পতিবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কৃষাণের বর্তমান স্ত্রী আর্শিয়া সিনহা (Arshiya Sinha)। সন্তান জন্মের পর হাসপাতালে সাদা চাদর জড়ানো অবস্থায় সদ্যোজাতকে কোলে নিয়ে প্রথম ছবি দিয়েছেন কৃষাণ। নাহ, সন্তানের মুখ লুকিয়ে রাখেননি তিনি। জন্মের পর মুহূর্তেই নিজের সন্তানের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিয়েছেন কৃষাণ।
কৃষাণ বিরাজ ছেলের প্রথম ছবি দিয়ে লেখেন, ‘বাবা হওয়ার যাত্রার মতো আর কিছু হতে পারে নি। ছেলে সবেমাত্র অবতরণ করেছে…’। স্ত্রী আর্শিয়া ও সদ্যোজাত সন্তানের সঙ্গেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন কৃষাণ। ক্যাপশানে লেখেন, ‘চিরকালের জন্য আমার’। কৃষাণের এই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর বন্ধু ও পরিচিতরা।
গত বছর অর্থাৎ ২০২৩-এর জানুয়ারি মাসে পরিবারের পছন্দ করা পাত্রীর সঙ্গে আংটি বদল সেরেছিলেন শ্রাবন্তীর প্রাক্তন কৃষাণ। এরপর চলতি (২০২৪) এর ফেব্রুয়ারির শুরুতেই চার হাত এক হয় কৃষাণ-আর্শিয়ার। কৃষাণের স্ত্রীর নাম আর্শিয়া সিনহা (Arshiya Sinha)। বিয়েরপরই ফেসবুকে সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি দেন কৃষাণ বিরাজ।বিয়ের অনুষ্ঠানে কৃষাণের পরেছিলেন সাদা শেরওয়ানি ও তাঁর কনে আর্শিয়া সোনালি জরির কাজ করা সাদা শিফন শাড়িতে সেজেছিলেন। সঙ্গে ছিল লাল ওড়না, ভারী হিরের গয়না। হাতে ছিল লাল চূড়া, মাথায় ট্রাডিশন্যাল মুকুট।
বিয়ের ছবি দিয়ে ক্যাপশনে কৃষাণ বিরাজ লিখেছিলেন, ‘আমার চিরন্তন ভালোবাসা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত….’। জানা গিয়েছিল, আলিপুরের বেলভেডিয়ার পার্ক ক্লাবে বসেছিল বিয়ের আসর। দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে ছিমছাম আয়োজনেই সেই বিয়ে সেরেছিলেন কৃষাণ ও আর্শিয়া। বিয়ের পর একটা গ্র্যান্ড রিসেপশন পার্টিও দেন তাঁরা।
একসময় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সুপারমডেল কৃষাণ বিরাজের বিয়ে নিয়ে টলিপাড়ায় কিছু কম চর্চা হয়নি। প্রথমস্বামী রাজীব বিশ্বাসের থেকে আলাদা হওয়ার পর কৃষাণের প্রেমে পড়েছিলেন শ্রাবন্তী। এরপর ২০১৬ সালের জুলাই মাসে কৃষাণের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন অভিনেত্রী। একসঙ্গে থাকতেও শুরু করেন। তবে মাত্র কয়েকমাত্রের মধ্যে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। বিয়ের পরের বছরেই ডিভোর্সের মামলা দায়ের হয়। তবে প্রায় দু-বছর পর ২০১৯ সালের জানুয়ারি মাসে আলিপুর আদালতে তাঁদের বিবাহ-বিচ্ছেদে সম্পন্ন হয়। যদিও মাত্র কয়েকমাসের মধ্যেই কেন শ্রাবন্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গেল সেবিষয়টি স্পষ্ট ছিল না এক্কেবারেই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports