Sohag Jol Actress: কান্না কোথায়! ঢাকের তালে নাচতে নাচতে শ্বশুরবাড়ি গেলেন সোহাগ জলের 'মউ', বরকে খেলেন চুমু
1 মিনিটে পড়ুন Updated: 28 Feb 2024, 06:14 PM ISTসাধারণত নিজের ছোটবেলার স্মৃতি ফেলে, বাবা-মাকে ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার সময় যেকোনও মেয়েরই চোখে জল আসে। এটাই হয়ত স্বাভাবিক। কিন্তু অস্মিতার কান্নার কোথায় কী! নাই বা কাঁদলেন মন খারাপ করে বসে থাকতেও দেখা যায়নি অভিনেত্রীকে। বেনারসি পরে সিঁদুরে ভরা সিঁথি নিয়ে ঢাকের তালে নাচতে দেখা গেল অস্মিতাকে।
নাচতে নাচতে শ্বশুরবাড়িতে অস্মিতা