বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা হাতে বাবা-মা ‘হেনস্থা’র শিকার, অভিযোগ করলেন অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ। মঙ্গলবার তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরের ঘটনা। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে অভিযোগ করেছেন ‘রং দে বসন্তী’ অভিনেতা।
সিদ্ধার্থের অভিযোগ, সিআরপিএফ ২০ মিনিটের বেশি সময় ধরে তাঁর বাবা-মাকে হয়রান করেছিল এবং তাঁদের ব্যাগ থেকে কয়েন সরাতে বলেছিল। আরও অভিযোগ, নিরাপত্তা কর্মীরা তাঁর বাবা-মায়ের সঙ্গে হিন্দিতে কথা বলেছিলেন। তাঁর বাবা-মা বার বার ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করা সত্ত্বেও নিরাপত্তা কর্মীরা তা শোনেননি।
আরও পড়ুন: সুশান্ত-কাণ্ডে চাঞ্চল্যকর মন্তব্য মর্গ কর্মীর, ইনস্টায় হেঁয়ালিভরা পোস্ট রিয়ার
ইনস্টাগ্রাম পোস্টে সিদ্ধার্থ লিখেছেন, ‘মাদুরাই বিমানবন্দরে ২০ মিনিটের বেশি সময় ধরে সিআরপিএফের হাতে হেনস্থার শিকার। তারা আমার বৃদ্ধ বাবা-মাকে ব্যাগ থেকে কয়েন সরাতে বাধ্য করেছে! এবং বারবার ইংরেজিতে কথা বলার জন্য বলা সত্ত্বেও আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলে।’

অভিনেতা সিদ্ধার্থের ইনস্টাগ্রাম স্টোরি
অভিনেতা আরও লিখেছেন, ‘রাগ হচ্ছে। আমরা প্রতিবাদ করা সত্ত্বেও ওরা বলে বসে, ভারতে এভাবেই চলে। বেকার মানুষেরা নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে।’
মাদুরাই বিমানবন্দরের নিরাপত্তা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ পরিচালনা করেন। অভিনেতা অবশ্য ইনস্টাগ্রাম স্টোরি পোস্টে সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
এছাড়াও, ধাতব শনাক্তকারী মেশিনের মধ্য দিয়ে যাওয়ার সময় যদি কোনও ধাতব জিনিস বহন করা হয়, সেক্ষেত্রে তা সরানোর জন্য সিআইএসএফ কর্মীদের কয়েন অপসারণ করা একটি নিরাপত্তা পদ্ধতি।
প্রায় ২০ বছরের কেরিয়ারে তামিল, তেলুগু এবং একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ। তাঁর এই ইনস্টাগ্রাম পোস্টে অভিযোগ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।