২০২০ সালের জুন মাসে মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের। তাঁর মৃত্যুর কারণ কী, তিনি কি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে— এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
এসবের মধ্যে চাঞ্চল্যকর মন্তব্য করেন কুপার হাসপাতালের মর্গ কর্মী রূপকুমার শাহ। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুশান্ত আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্নও প্রত্যক্ষ করেছিলেন। মৃতদেহ দেখেই নাকি তিনি টের পেয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পরে দেহের ময়নাতদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই ঘটনার আড়াই বছর পর মর্গ কর্মী এই মন্তব্য ফের হইচই পড়ে গিয়েছে।
সুশান্তের মৃত্যুর সঙ্গে নাম জড়ায় তাঁর বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। জেল খাটতে হয় রিয়াকে। কুপার হাসপাতালের মর্গ কর্মীর এমন মন্তব্যের পর, চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই প্রতিক্রিয়া দিলেন রিয়া চক্রবর্তী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক হেঁয়ালিভরা পোস্ট করলেন অভিনেত্রী।
রিয়ার পোস্টে পরিস্কার লেখা রয়েছে, ‘নিজের ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করার আগে মনে রাখবে, তুমি আগুনের উপর হেঁটেছ, শয়তানের শক্তিকে পরাস্ত করে ঝড়ঝাপটা পেরিয়ে জয়ী হয়েছ।’

রিয়ার ইনস্টাগ্রাম স্টোরি
এই নিয়ে মুখ খুললেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। সিবিআইকে অনুরোধ করেছেন যাতে তাঁরা এই দিকটা খতিয়ে দেখে। শ্বেতা টুইট করেন, ‘যদি এই দাবিতে এক কণাও সত্যি থাকে তাহলে আমরা সিবিআইকে অনুরোধ করতে চাই এটার দিকে নজর দিন সঠিকভাবে। আমরা সবসময় আশা করে এসেছি আপনারা সঠিক তদন্ত করবেন। এখনও পর্যন্ত কোনও পরিণতি আসেনি ভাবলেও আমাদের বুক ব্যথা করে।’ মর্গ কর্মীর প্রাণসংশয় দেখা দিতে পার, এই মর্মে সতর্কবার্তা দিয়ে তাঁদের নিরাপত্তা দাবি করেছেন শ্বেতা।
২০২০ সালের ১৪ জুন উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে। প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছিল, আত্মহত্যাই করেছেন তিনি। তবে এরপর একাধিক দাবি উঠতে থাকে। ময়নাতদন্তের রিপোর্টের সত্যতা নিয়েও প্রশ্ন তোলে একাংশ। নাম জড়ায় আন্ডারওয়ার্ল্ডেরও। এরপরই তদন্তভার ওঠে সিবিআই-এর হাতে। সঙ্গে সুশান্তের কেসে মাদক ও আর্থিক তছরুপ জড়িত থাকায় ইডি ও এনসিবি যৌথভাবে এই মামলায় তদন্ত চালাচ্ছেন।