সিদ্ধার্থ শুক্লা থেকে সুশান্ত, মৃত্যুর পর এই তারকাদের সম্পত্তি দানছত্রে গিয়েছে! Updated: 02 Sep 2022, 03:20 PM IST Priyanka Bose এমন অনেক সেলিব্রিটি আছেন যারা বেঁচে থাকতে এমনকি মৃত্যুর পর অনেক জায়গায় সম্পত্তি দানের জন্য রেখে গিয়েছেন। এর মধ্যে সিদ্ধার্থ শুক্লা থেকে সুশান্ত সিং রাজপুত, ইরফান খান, শ্রীদেবীর নামও আছে।