
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সোনি চ্যানেলের সুপারস্টার সিঙ্গার ৩ এর মঞ্চে ইতিমধ্যেই নিজের জাদু ছড়িয়ে দিয়েছেন বাংলার ছেলে শুভ। বিভিন্ন ধরনের গান গেয়ে বারবার তাক লাগিয়েছেন তিনি। এবার তিনি গোটা মঞ্চ মাতিয়ে তুললেন মহম্মদ রফির গান গেয়ে। সুপারস্টার সিঙ্গারের মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল মহম্মদ রফি স্পেশ্যাল পর্ব।
আরও পড়ুন: শীঘ্রই শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন জাহ্নবী? বিয়ের গুঞ্জন রটতেই বললেন, 'এই মুহূর্তে আমি...'
রবিবার, ২৬ মে সুপারস্টার সিঙ্গার ৩ এ অনুষ্ঠিত হল মহম্মদ রফি স্পেশ্যাল এপিসোড। সেখানেই দুর্ধর্ষ পারফরমেন্স করে তাক লাগালেন শুভ। তিনি এদিন ১৯৬০ সালে মুক্তি পাওয়া চওধভি কা চাঁদ ছবি থেকে ছবির টাইটেল ট্র্যাক গেয়ে শোনান। একই সঙ্গে গান কর্জ ছবির হিট গান দর্দে দিল দর্দে জিগার। সেটা শুনেই মেন্টর থেকে বিচারকরা সকলেই মুগ্ধ হয়ে যান। নেহা কক্কর তো তাঁকে রীতিমত 'টাইম মেশিন' এর আখ্যা দেন। গায়িকার মতে বাংলার এই ছেলেটি একেবারে মহম্মদ রফির মতো করেই গানটি গেয়েছেন।
আরও পড়ুন: আবারও কি হৃতিকের সঙ্গে কাজ করবেন? জল্পনা বাড়িয়ে আমিশা বললেন, 'বক্স অফিস যখন ৬০ কোটির বেশি...'
এদিন শুভর গান শুনে যে বিচারকরা কেবল তাঁর প্রশংসা করেছেন সেটাই নয়, এই বাংলার ছেলের গান রীতিমত সকলকে বাধ্য করে উঠে দাঁড়িয়ে নাচতে। অরুণিতা থেকে শুরু করে বিনীত সহ অন্যান্যরা উঠে নাচতে শুরু করেন। হাততালি দেন। তারিফ করেন।
সুপারস্টার সিঙ্গার ৩ শোটি সোনি চ্যানেলে সম্প্রচারিত হয়। এটি প্রতি শনি এবং রবিবার রাত ৮টা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে বিচারকের আসনে আছেন নেহা কক্কর। অন্যতম মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে অরুণিতাকে ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর এই রিয়েলিটি শোটি শুরু হয়েছে।
৳7,777 IPL 2025 Sports Bonus