বাংলা নিউজ > বায়োস্কোপ > Shruti Hasasan-Orry: ওরির বক্তব্যের পর বিয়ের জল্পনায় জল ঢাললেন শ্রুতি, বললেন, 'যাঁরা আমায় চেনেন না তাঁরা চুপ থাকুন'
Shruti Hasasan-Orry: ওরির বক্তব্যের পর বিয়ের জল্পনায় জল ঢাললেন শ্রুতি, বললেন, 'যাঁরা আমায় চেনেন না তাঁরা চুপ থাকুন'
1 মিনিটে পড়ুন Updated: 27 Dec 2023, 03:28 PM ISTSubhasmita Kanji
Shruti Hasasan-Orry: না, এখনও বিয়ে করেননি তিনি। ওরি যতই বলুন না কেন শ্রুতি বিবাহিত, সেই জল্পনায় জল ঢাললেন খোদ অভিনেত্রীই।
রির বক্তব্যের পর বিয়ের জল্পনায় জল ঢাললেন শ্রুতি
সালার খ্যাত অভিনেত্রী শ্রুতি হাসান বিয়ে করেছেন? সম্প্রতি এমনই এক জল্পনা উসকে গিয়েছিল সোশ্যাল মিডিয়া তারকা ওরির বক্তব্যের পর। তবে এদিন অভিনেত্রী সাফ সাফ ভাবে জানিয়ে দেন যে তাঁকে এবং তাঁর প্রেমিক শান্তনু হাজারিকাকে নিয়ে যে জল্পনা উসকেছে সেটা সর্বৈব মিথ্যে।
কী নিয়ে গোল বাঁধল শ্রুতি এবং ওরির মধ্যে?
কিছুদিন আগে একটি সোশ্যাল মিডিয়া সাইটে এক ব্যক্তি ওরির থেকে জানতে চান যে কোন বলি তারকা তাঁকে অকারণ ভাব দেখিয়েছেন বা ছবি তুলতে চাননি? উত্তরে ওরি স্পষ্ট ভাবে নাম নিয়ে বলেন, 'শ্রুতি হাসান। আমি ওকে ছবি তোলার জন্য জিজ্ঞেসও করিনি। কিন্তু একটি ইভেন্টে ও আমার সঙ্গে খুব রুড বিহেভ করেছিল। আমি ওকে চিনতামও না। কিন্তু বিষয়টায় খুব খারাপ লেগেছিল। হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু ওর বরের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।'