ওয়েব সিরিজ: মোবারকনামা
পরিচালক: গোলাম সোহরাব
অভিনয়: মোশারফ করিম, শবনম ফারিয়া
রেটিং: ৩.২/৫
ওপার বাংলার মোবারকনামা যেন অমিতাভের পিঙ্কের স্মৃতি ফিরিয়ে দিল। টানটান কোর্টরুম ড্রামায় উঠে এল বাস্তবের প্রতিচ্ছবি। কেমন লাগল এই সিরিজ? গল্পই বা কী নিয়ে?
মোবারকনামার গল্প
গল্পে দেখা যাচ্ছে মোবারক অর্থাৎ মোশারফ করিম একজন উকিল। কিন্তু একটি কেসের পর তিনি এতটাই শক পান যে নিজেকে গুটিয়ে নেন এই ওকালতির জীবন থেকে। বদলে নেন পেশা। কিন্তু সত্যের সঙ্গে আপোষ সে মোটেই করতে পারে না। এমন সময় তাঁর কাছে আসে একটি কেস। সুরাইয়া ধর্ষণ কেস। মেয়েটি সমাজের চোখে অত্যন্ত উশৃঙ্খল কারণ তার অনেক ছেলে বন্ধু, মদ সিগারেট খায়, তাই সবার ভাব এমন যে হয় সে মিথ্যে বলছে নইলে তার দোষেই ঘটেছে এই ঘটনা। এমন সময় তার দিদির বিয়ে হয়। আর বিয়ের পরদিনই সে দিদির বরের নামে ধর্ষণের অভিযোগে তোলে যে কিনা একজন বড় ব্যবসায়ী। দীর্ঘদিন ওকালতির সঙ্গে যুক্ত না থাকা সত্বেও কীভাবে তিনি এই কেস লড়েন এবং পরিণাম কী হয় সেটা নিয়েই এই সিরিজ।
কার অভিনয় কেমন লাগল?
মোশারফ করিম ইতিমধ্যেই একাধিক টেলিফিল্ম, সিনেমা, সিরিজের হাত ধরে এপার বাংলা, ওপার বাংলা দুই দর্শকদের মনেই জায়গা করে নিয়েছে। শান্ত থেকে কীভাবে নিজেকে প্রমাণ করা যায়, খেলার মাঠ ছেড়ে বেরিয়ে বেরিয়ে গিয়েও কীভাবে ফেরত আসা যায় তিনি তাঁর চরিত্র দিয়ে ফুটিয়ে তুলেছেন। এই সিরিজে থাকা অন্যান্য চরিত্রগুলো নিজ নিজ জায়গায় যথাযথ। তবে সুরাইয়ার চরিত্রটি বিশেষ ভাবে নজর কেড়েছে। মেয়েটির চোখে থাকা সেই জ্বলন্ত অভিব্যক্তির জন্য।
আরও পড়ুন: সুযোগ পেয়েও ফিরিয়েছিলেন রং দে বসন্তীর অফার, পরিচালকের বিরুদ্ধে তোপ দেগে কী বললেন অভিষেক?
আরও পড়ুন: আদালতে জ্যাকলিন কী পরে আসবেন ঠিক করে দিতেন সুকেশ! প্রকাশ্যে অভিযুক্তের হোয়াটসঅ্যাপ চ্যাট
অন্যান্য বিষয় কেমন লাগল মোবারকনামায়?
এই সিরিজের ভাবনা ফিরিয়ে দেবে অমিতাভ বচ্চনের পিঙ্ক ছবির স্মৃতি। সমাজের চোখে স্বাধীনচেতা মেয়ে মানেই যে খারাপ, মদ্যপান করলে সিগারেট খেলে যে কারও চরিত্র খারাপ হয় না এই কথা আবার মনে করাবে মোবারকনামা। বোঝাবে মেয়েটি যেমনই হোক শরীর যখন তার তখন সে কাকে কতটা অ্যালাও করবে নিজের কাছে আসতে সেটাও তারই সিদ্ধান্ত। একই সঙ্গে উপরে যা দেখা যায় সেটা যে সবসময় ঠিক হয় না সেটার সুস্পষ্ট বার্তা দেবে। তবে সিরিজের শেষ দৃশ্যে পিঙ্ক ছবির কেবল ভাবনা নয়, সংলাপের সঙ্গেও বেশ মিল আছে। তাই যাঁদের সেই ছবি দেখা তাঁরা এটির সঙ্গে বেশ মেলাতে পারবেন। তবে উল্লখযোগ্য হল এই সিরিজের মজার অথচ অর্থবহ সংলাপ যার সঙ্গে দর্শকরা বাস্তবের মিল পাবেন।
মোটের উপর ইংরেজি নববর্ষের আগে ঘরে বসে সিরিজ দেখে সময় কাটাতে চাইলে মোবারকনামা দেখাই যায়।