‘ত্রিনয়নী’ থুড়ি ‘রাঙা বউ’ যে ভালো অভিনেত্রী সে কথা তো জানা, কিন্তু শ্রুতি দাস যে ভালো গানও গান সেটা কি জানতেন? হ্যাঁ, ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী একজন সুদক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সুগায়িকাও বটে। তাঁকে পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তীতে গান গাইতে দেখা গেল।
শ্রুতি সোমবার তাঁর প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে লাল রঙের একটি শাড়ি পরে, নতুন বউ সেজে মাইক হাতে গান গাইতে দেখা যায়। তাঁকে এদিন যোগ্য সঙ্গত দেয় তাঁর সহ-অভিনেতা নীল চট্টোপাধ্যায়।
এদিনের এই ভিডিয়ো পোস্ট করে শ্রুতি লেখেন, 'স্বপ্নের মতো সুন্দর এক সন্ধ্যা। চার বছর পর নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একবার এই ভাইরাল গানটি। পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামকে ধন্যবাদ আমাকে এত ভালোবাসা এবং এই সুযোগ দেওয়ার জন্য।'
তাঁরা দুজন মিলে এদিন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘বাতাসে গুনগুন’ গানটি গান। ছবিতে এটা প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের উপর দৃশ্যায়ন হয়ে ছিল। গানটি গেয়েছিলেন জুন বন্দ্যোপাধ্যায় এবং জিৎ গঙ্গোপাধ্যায়। দারুণ হিট করেছিল গানটি সেই সময়।
আরও পড়ুন: 'যেন নিজের সন্তান বড় হয়ে গেল', আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তী! বিশেষ পোস্ট প্রসেনজিতের