একদিকে হেভিওয়েট তৃণমূল নেত্রী, বাংলার ইয়ুথ আইকন, অন্য দিকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সদস্য ঋষভ পন্ত। এমন দুটো মানুষ এক ফ্রেমে। তাও নিমন্ত্রণ বাড়িতে ডিনারে। ফেসবুকে সেই ছবি দিয়েছেন শ্রেয়া নিজেই।
দুটো নিজস্বী। আর তা তুলেছেন ঋষভই। দেখা গেল ব্ল্যাক ড্রেসে শ্রেয়া, আর সিল্কের স্কাই ব্লু শার্ট পরে বসে আছেন ঋষভ। ছবির ক্যাপশনে লেখা, ‘যখন ডিনারে সেলফি তোলে ঋষভ পন্থ। দুই নন ভেজিটেরিয়ান মানুষ ভেজিটেরিয়ান খাবারে মজেছে…’!
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল জিতে নিমতার মেয়ে মানসী কত লাখ টাকা পেলেন, শুভজিৎ-স্নেহার ব্যাঙ্কেই বা কত ঢুকল?
শ্রেয়ার লুকস, ফ্যাশন সেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরাবরই টিপটপ থাকেন। কেতাদুরস্ত পোশাক। টেক্কা দিতে পারেন যে কোনো নামি মডেল-অভিনেত্রীকে। অবশ্য নিজেও একসময় বিনোদন জগতের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। তবে এখন সে সব থেকে দূরে, মন দিয়েছেন জনসেবায়। আর ঋষভ এখন পুরোপুরি খেলা নিয়ে ব্যস্ত।
আরও পড়ুন: কপাল খুলল সিকন্দরের, ১০০ কোটি পেরলো সলমনের সিনেমা, রবিবার কত তুলল ঘরে?
অনেকেই এই পোস্টের নীচে কমেন্ট বক্সে দু'জনেরই প্রশংসা করেছেন। একজন যেখানে অসাধারণ সুন্দরী, আর অন্য জন দারুণ ক্রিকেটার, সেখানে তাঁদের অনুরাগীরা যে এই দুই পছন্দের মানুষকে এক ফ্রেমে দেখে প্রশংসা করবেন, তা বলাই বাহুল্য।