শোয়েব তাঁর ইনস্টাস্টোরিতে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ (সঙ্গে যোগ করেছেন হাতের তালুর ইমোজি)। আজ আমাদের ছেলেকে এনআইসিইউ থেকে স্থানান্তরিত করা হয়েছে। ব্যাস আর কিছুদিন মাত্র হাসপাতাল ও পর্যবেক্ষণের মধ্যে থাকবে। ইনশাআল্লাহ শীঘ্রই আমরা ওকে বাড়ি নিয়ে যেতে পারব (সঙ্গে জুড়েছেন হার্ট আই ইমোজি)।
দীপিকা-শোয়েব
গত ২১ জুন সকালে পুত্র সন্তানের মা হয়েছেন দীপিকা কক্কর। তবে তারপর থেকে NICU (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে রয়েছে দীপিকা-শোয়েবের সদ্যোজাত সন্তান। আজ ১৮দিন পার হয়ে গিয়েছে। এখন কেমন আছে দীপিকার প্রি-ম্যাচিওর সন্তান। জানালেন শোয়েব ইব্রাহিম।
শোয়েব তাঁর ইনস্টাস্টোরিতে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ (সঙ্গে যোগ করেছেন হাতের তালুর ইমোজি)। আজ আমাদের ছেলেকে এনআইসিইউ থেকে স্থানান্তরিত করা হয়েছে। ব্যাস আর কিছুদিন মাত্র হাসপাতাল ও পর্যবেক্ষণের মধ্যে থাকবে। ইনশাআল্লাহ শীঘ্রই আমরা ওকে বাড়ি নিয়ে যেতে পারব (সঙ্গে জুড়েছেন হার্ট আই ইমোজি)।
শোয়েব আরও লেখেন, 'আমাদের শিশুপুত্র এখন ভালো করছে (লাল হার্টের ইমোজি)। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য এতটা প্রার্থনা করার জন্য (হাত জোড় করা ইমোজি)। ব্যস, এরপরেও আমাদের জন্য প্রার্থনা করবেন। (হাত জোড় করা ইমোজি) আপনাদের প্রার্থনার জন্য সকলকে অন্তর থেকে ধন্যবাদ। ভবিষ্যতেও আমাদের জন্য আপনাদের প্রার্থনা বজায় রাখুন।