কমেডিয়ান সময় রায়নার শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ রণবীর আল্লাহবাদিয়ার এই প্রশ্ন নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। দুজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে এই বিতর্ক নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা শেখর সুমন। শেখর সুমন বলেন, ‘এই ধরনের মানুষদের দেশ থেকে বহিষ্কার করা উচিত।’ এই ধরনের মানুষের শো চিরতরে বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: মহাকুম্ভে তোলা ক্যাটরিনার স্নানের ভিডিয়ো ভাইরাল, ক্ষুব্ধ রবিনা বললেন, ‘অসহ্য’!
ইনস্ট্যান্ট বলিউডের সঙ্গে একান্ত কথোপকথনে শেখর সুমন পুরো বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘এমন একটা যুগে, যেখানে বাবা-মাকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে, সেখানে এই ধরনের মানুষদের দেশ থেকে বের করে দেওয়া উচিত। এদের ফিরিয়ে আনা উচিত হবে না যারা রোস্টের নামে এবং ইউটিউবে বাক স্বাধীনতার নামে দুর্ব্যবহার করছে, আমাদেরও বাক স্বাধীনতা আছে। কিন্তু তার মানে এই নয় যে, আপনি গালিগালাজ আর নোংরামি দিয়ে ভরে ফেলবেন, যা একজন মানুষকে অসুস্থ করে তুলবে, পুরো দেশকে অসুস্থ করে তুলবে।’
শেখর সুমন আরও বলেন, আমি অনুরোধ করব যে এই ধরনের লোকের শো চিরতরে বন্ধ করা হোক এবং তাদের দূরে কোথাও রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হোক। শেখর সুমনের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকেও প্রতিক্রিয়া পেয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘শেখর সুমন একদম ঠিক বলেছেন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘কমেডি সার্কাসে আপনি দ্বৈত অর্থবোধক কৌতুক শুনে হাসতেন।’ অন্য এক ইউজার লিখেছেন, ‘এই পৃথিবী এখনও সময়ের জন্য তৈরি হয়নি রায়না।’
আরও পড়ুন: ওড়িশার কনসার্টে রঙ্গবতী গাইতে গাইতে নাচ! ভক্তের হাতে নিজের গিটার তুলে দিয়ে কী করলেন অরিজিৎ?
আরও পড়ুন: ‘আবার কোনও না কোনও ঝামেলা ডেকেই আনব’, কঙ্গনার সঙ্গে ঝামেলা নিয়ে রসিকতা জাভেদের
প্রসঙ্গত, রণবীর আল্লাহবাদিয়া সময় রায়নার শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ এক প্রতিযোগীকে বাবা মায়ের যৌন জীবন নিয়ে একটি অশ্লীল প্রশ্ন করেছিলেন। রণবীরের এই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। একই সঙ্গে রায়না ও রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।