পুলিশ জেনেছে অপহরণকারীরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অগ্রিম টাকা পাঠাত। তারপর তারকারা অনুষ্ঠানে যোগ দিতে এলে সেখান থেকে তাঁদের অপহরণ করা হত। কিন্তু কীভাবে ভেস্তে যায় শক্তি কাপুরকে অপহরণের ছক?
শক্তি কাপুরকে অপহরণের ছক
অভিনেতা মুস্তাক মহম্মদ খান, কমেডিয়ান সুনীল পালের অপহরণের ঘটনায় তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল উত্তরপ্রদেশ পুলিশ। জানা যাচ্ছে, অভিনেতা, হিন্দি ছবির খলনায়ক শক্তি কাপুরকেও অপহরণের ছক কষেছিল অপহরণকারীরা। তবে তাঁদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।
প্রসঙ্গত গত ২০ নভেম্বর অভিনেতা মুস্তাক মহম্মদ খান এবং ২ ডিসেম্বর কমেডিয়ান সুনীল পালকে অপহরণ করেছিলেন দুষ্কৃতীরা। যদি পরে তাঁদের পুলিশ উদ্ধার করে। এরপর তদন্তে নেমে অভিনেতা মুস্তাক মহম্মদ খানের অপহরণের ঘটনায় ৪জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের নাম সার্থক চৌধুরী, সাবিউদ্দিন, আজিম ও শশাঙ্ক। ধৃতদের কাছ থেকে ১ লক্ষ ৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
এর আগে অভিনেতার ম্যানেজার জানিয়েছিলেন মিরাটে প্রবীণ নাগরিদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুস্তাক মহম্মদ খানকে। যার জন্য অগ্রিম ২৫ হাজার টাকা এবং বিমানের টিকিটও পাঠিয়ে দেওয়া হয়েছিল। আসলে পুরোটাই একটা ছক ছিল বলে তদন্তে উঠে এসেছে। গত ২০ নভেম্বর মুস্তাক মহম্মদ দিল্লি বিমানবন্দরে পৌঁছলে, সেখানে তাঁকে একটা দোকানে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়। এরপর মোটা টাকা মুক্তিপণ চাওয়া হয়। বন্দি অবস্থাতেই জোর করে অভিনেতার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্যও জেনে নেয় অপহরণকারীরা। গত ২১ নভেম্বর মিরাট ও মুজফফরনগরে কেনাকাটা করার সময় মুস্তাক খানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা তুলে নেয় অপহরণকারীরা। পরে অপহরণকারীরা মদ্যপান করে ঘুমিয়ে পড়লে ২২ নভেম্বর ভোর ৪টে নাগাদ অভিনেতা কোওরকমে পালিয়ে এক মসজিদে আশ্রয় নেন।
এরপর ২ ডিসেম্বর মিরাটের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে একইভাবে অপহরণ করা হয় কমেডিয়ান সুনীল পালকে। মিরাট-হরিদ্বার হাইওয়ের একটা ধাবা থেকে অপহরণ করা হয় সুনীল পালকে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮ লক্ষ টাকা ট্রান্সফারের পর ৩ ডিসেম্বর সন্ধ্যেয় তাঁকে মিরাটে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে তারকাদের অনুষ্ঠানে যোগ দেওয়া আমন্ত্রণ জানিয়ে অপহরণ করত একটা গ্যাং। প্রথমে তাঁদের আমন্ত্রণ জানানো হত, তারপর অ্যাডভ্যান্সও দেওয়া হত। আর এই গ্যাং-এর তালিকায় ছিলে অভিনেতা শক্তি কাপুরও। শক্তি কাপুরকে অনুষ্ঠানে যোগ দেওয়ার বদলে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে অভিনেতা অগ্রিম মোটা টাকা চাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। কারণ সেই মোটা টাকা প্রতারকরা তাঁদের দিতে পারেননি।