বাংলা নিউজ > বায়োস্কোপ > Shakira: কর ফাঁকির অভিযোগে শাকিরার বিরুদ্ধে, ফাইন হিসেবে ৬৩ কোটি টাকা খেসারত দিতে হবে পপ তারকাকে
পরবর্তী খবর
Shakira: কর ফাঁকির অভিযোগে শাকিরার বিরুদ্ধে, ফাইন হিসেবে ৬৩ কোটি টাকা খেসারত দিতে হবে পপ তারকাকে
1 মিনিটে পড়ুন Updated: 20 Nov 2023, 10:16 PM ISTSubhasmita Kanji
Shakira: ৬৩ কোটি টাকা গচ্চা দিতে হবে শাকিরাকে! স্পেন ট্যাক্স ফ্রড কেস থেকে বাঁচতে এই বিপুল পরিমাণ টাকা তাঁকে দিতেই হবে।
কর ফাঁকির অভিযোগে শাকিরার বিরুদ্ধে
বার্সেলোনায় ট্যাক্স ফ্রড কেসের শুনানির প্রথমদিনেই স্প্যানিশ অথরিটির সঙ্গে একটা রফায় এলেন বিখ্যাত পপ তারকা শাকিরা। শাকিরা কোর্টকে জানান তিনি অভিযোগকারীদের এগ্রিমেন্ট মেনে নিয়েছেন। একই সঙ্গে স্বীকার করছেন যে তিনি ছয় বার স্প্যানিশ সরকারের ট্যাক্স দিতে পারেননি। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে তিনি ১৪.৫ মিলিয়ন টাকা ট্যাক্স দেননি।
কোন কেসে নাম জড়িয়েছে শাকিরার?
স্প্যানিশ সরকারের তরফে জানানো হয় তিনি ওই সময়টায় একটা দীর্ঘ সময় স্প্যানিশে কাটিয়েছেন। তাই গোটা বিশ্ব থেকে তিনি যে আয় করেন তার কিছুটা শেয়ার তাঁকে স্প্যানিশ সরকারকে ট্যাক্স হিসেবে দিতেই হবে সে যতই তখন তিনি বাহামাসের নাগরিক থাকুন না কেন।
এগ্রিমেন্ট অনুযায়ী শাকিরাকে ৭ মিলিয়ন ইউরো বা ৬৩ কোটি ৮২ লাখ টাকা দিতে হবে এই অন্যায়ের জন্য। যদিও জুলাই মাসে বলা হয়েছে গায়িকাকে ৮ বছর এবং দুই মাসের জেলের সাজা দেওয়া হবে সঙ্গে ২৪ মিলিয়ন ইউরোর ফাইন।