'টাইগার জিন্দা হ্যায়' ছবি খ্যাত পরিচালক আলি আব্বাস জফরের পরবর্তী ছবির নায়ক যে শাহিদ কাপুর সে খবর পুরোনো। ওই ছবি যে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে, খবর সেটাও নয়। খবর হল, ছবির নাম কী হবে তা ঠিক করে ফেলেছেন পরিচালক। সূত্রের খবর, এইমুহূর্তে ছবির নাম রাখা হয়েছে 'ব্লাডি ড্যাডি'।
সময়টা দুর্দান্ত যাচ্ছে শাহিদ কাপুরের। সম্প্রতি, মুক্তি পেয়েছে বলি-তারকার পর্বরী ছবি 'জার্সি'-র ট্রেলার। সেই ট্রেলার দেখে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে নেটপাড়ায়। নড়েচড়ে বসেছে বলিউড। এইমুহূর্তে 'দ্য ফ্যামিলি ম্যান' খ্যাত পরিচালক জুটি রাজ এবং ডিকের নির্দেশনায় নতুন ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করে 'টাইগার জিন্দা হ্যায়' ছবি খ্যাত পরিচালক আলির ওয়েব সিরিজের কাজ পুরোদমে শুরু করে দিয়েছেন শাহিদ। উল্লেখ্য, 'তাণ্ডব' সিরিজের পর আলির এটি দ্বিতীয় ওয়েব সিরিজ।

প্রসঙ্গত,বিখ্যাত ফরাসি থ্রিলার 'ন্যু ব্লাঁ' বা 'স্লিপলেস নাইট' এর হিন্দি রিমেক হতে চলেছে শাহিদের এই ছবি। জানা গেছে, ছবিতে দুর্ধর্ষ সব স্টান্টের পাশাপাশি থাকবে হাড় হিম করা অ্যাকশন দৃশ্য। মাত্র এক রাতের ঘটনা নিয়ে বোনা হয়েছে ছবির গল্প। ভয়ঙ্কর মাফিয়া দলের কেবল থেকে অপহরণ হয়ে যাওয়া নিজের শিশু কন্যাকে কীভাবে এক রাতের মধ্যে উদ্ধার করবে শাহিদ তা নিয়েই গোটা ঘটনা। ছবিতে শাহিদের স্ত্রী-র চরিত্রেই বলিপাড়ার একজন পরিচিত ও জনপ্রিয় মুখের সন্ধানে ছিলেন ছিলেন পরিচালক আলি আব্বাস জাফর।
ছবিতে শাহিদের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ভূমি পেদনেকরকে এবং সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।শেষ পাওয়া খবরে জানা গেছে, এইমুহূর্তে ফের অন্য অভিনেত্রীর খোঁজ শুরু করা হয়েছে পরিচালকের টিমের তরফে।