শাহরুখ খানের বাংলো মন্নত মুম্বইয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের বিপরীতে থাকা এই বাংলোটির বাইরে প্রতিদিন শত শত শাহরুখ-ভক্ত ভিড় জমায়। ২৫ বছরেরও বেশি সময় ধরে অভিনেতা এবং তাঁর পরিবার এখানে থাকেন। সুন্দর ঘর, বিলাসবহুল ছাদ, বিশাল হল এই বাড়ির বিশেষত্ব। কিন্তু জানেন কি পুরো বাড়ির মধ্যে শাহরুখ পত্নী গৌরীর পছন্দের জায়গা কোনটা? এবার তা জানালেন তিনি।
সম্প্রতি গৌরী খান একটি সাক্ষাৎকারে তাঁর এই বাড়ির সবচেয়ে প্রিয় অংশ সম্পর্কে কথা বলেছেন। গৌরী পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। তিনি নিজেই তাঁর বাড়ি সাজিয়েছেন। তাঁর কাছে বাড়ির প্রতিটি কোণাই বিশেষ। কিন্তু তার মধ্যেও এমন একটি এমন জায়গা আছে যেখানে তিনি শান্তি পান।
সম্প্রতি NDTVকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরী জানান, ‘মন্নত’-এর পুলসাইড তাঁর সব থেকে প্রিয় জায়গা। গৌরী জানিয়েছেন, যখনই তিনি বিরক্ত বোধ করেন, তখন এখানে এসে আরাম পান। গৌরীকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাড়ি ডিজাইন করা কঠিন কাজ নাকি ছবি প্রযোজনা করা, তখন তিনি জানান যে, তাঁর কাছে ছবি প্রযোজনা করা অনেক বেশি কঠিন।
কিন্তু চলতি বছরের শেষ দিকে তাঁরা এই বাংলো ছেড়ে একটি অ্যাপার্টমেন্ট থাকতে যাবেন! শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি। নিশ্চয়ই ভাবছেন এর কী কারণ হতে পারে? আসলে তাঁদের বাংলোটিতে বেশ কিছু সংস্কারের কাজ হবে, আর তাই খান পরিবারকে কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে।
এক সূত্র মারফত এইচটি জেনেছিল যে, মন্নত বেশ কিছুটা বড় করা হবে, আরও বেশ কয়েকটি ফ্লোর যোগ হবে শাহরুখের বাংলোতে। তার জন্য শাহরুখকে আদালতের থেকে অনুমতিও নিতে হয়েছিল। সেই কাজ হওয়ার কারণে পরিবারের সকলকে নিয়ে বাদশার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই তাঁরা সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন।
আরও পড়ুন: ‘পুরোটাই…’! সত্যিই কি চুক্তির বিয়ে? নীলের সঙ্গে বিচ্ছেদের খবরে মুখ খুললেন তৃণা
সূত্র মারফত জানা গিয়েছে যে, অ্যাপার্টমেন্টের চার তলায় কেবল খান পরিবারই থাকবে না, তাঁদের নিরাপত্তাকর্মী এবং পরিচারকরাও থাকবে। এমনকী কিছু অফিসিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন গৌরী ও শাহরুখ। সূত্রের কথায়, ‘এটা ঠিক যে ওই ফ্ল্যাটটি মন্নতের মতো অতটা বড় নয়, তবে সেখানে নিরাপত্তাকর্মী এবং অন্যান্য কর্মীদের থাকার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে।’ এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া দিতে হবে খান পরিবারকে।