1 মিনিটে পড়ুন Updated: 22 Dec 2023, 12:07 PM ISTSubhasmita Kanji
Dunki Box Office: চলতি বছর মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে প্রথম দিন সবথেকে বেশি আয় করা ছবির তালিকায় সপ্তমে ডাঙ্কি। ২১ ডিসেম্বর বক্স অফিসে মাত্র ৩০ কোটি আয় করেছে শাহরুখের ছবি।
চার বছর পর প্রবল বিক্রমে ফিরে এলেন শাহরুখ খান। চলতি বছর মুক্তি পাওয়া তাঁর প্রথম দুটো ছবিই বক্স অফিসে হইচই ফেলে হিট নয়, সুপারহিট করেছিল। এবার পালা তৃতীয় ছবির। পাঠান এবং জওয়ানের তুলনায় প্রথমদিন কম আয় করলেও, এই বছর মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে প্রথমদিনের আয়ের নিরিখে সাত নম্বরে রয়েছে ডাঙ্কি।
শাহরুখ খানের তিনটি ছবি এই বছর মুক্তি পেল। এর মধ্যে ইতিমধ্যেই বক্স অফিসে জওয়ান এবং পাঠান হাজার কোটির গণ্ডি টপকে গিয়েছে। অন্যদিকে সেই তুলনায় তাঁর তৃতীয় ছবি নিয়ে উন্মাদনা খানিক যেন কমই ছিল। বক্স অফিসে ডাঙ্কি প্রথমদিন মাত্র ৩০ কোটি টাকা আয় করেছে, এমনটাই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে। ফলে এটি এই বছর সপ্তম স্থানে রয়েছে প্রথমদিনের ব্যবসার নিরিখে। প্রথমে আছে শাহরুখের জওয়ান, তারপর যথাক্রমে আছে রণবীরের অ্যানিম্যাল, কিং খানের পাঠান, সলমন খানের টাইগার ৩, সানি দেওলের গদর ২ এবং প্রভাসের আদিপুরুষ। জওয়ান বক্স অফিসে প্রথমদিন ৭৫ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে ষষ্ঠ স্থানে থাকা আদিপুরুষ প্রথমদিন ৩৬ কোটি টাকা আয় করেছিল।