Aryan Khan business debut: ভারতে মদের নতুন ব্র্যান্ড খুলতে চলেছেন আরিয়ান এবং তাঁর অংশীদাররা। বিখ্যাত সুরা প্রস্তুতকারি সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করবেন তাঁরা।
Ad
ব্যবসায় হাতেখড়ি হচ্ছে শাহরুখ-পুত্র আরিয়ানের
দিন কয়েক আগের ঘোষণা পরিচালনায় হাতেখড়ি হচ্ছে আরিয়ান খানের। বাবা শাহরুখ খানের প্রোডাকশনের হাত ধরে পরিচালক হিসেবে ডেবিউ করছেন তিনি। পরিচালনার পর নতুন পথচলা, এবার ব্যবসায়ও আত্মপ্রকাশ করবেন শাহরুখ পুত্র।
বছর ২৫-এর আরিয়ান চালু করতে চলেছেন নিজস্ব ব্যবসায়িক ব্র্যান্ড। একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন তিনি। অর্থাৎ ব্যবসায়ও হাতেখড়ি হচ্ছে তাঁর। অংশীদারদের সঙ্গে হাত মিলিয়ে ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম সুরা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি সেরেছেন।
মিন্টের এক রিপোর্টে উঠে এসেছে, আরিয়ান এবং তাঁর দুই অংশীদার- বান্টি সিং এবং লেটি ব্লাগোয়েভা- একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করেছেন। মার্কেটে নিজেদের ব্র্যান্ড প্রসারিত করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এর জন্য, তাঁরা স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি কোম্পানি চালু করেছেন, যেটি বিতরণ এবং বিপণনের উদ্দেশ্যে বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী Anheuser-Busch InBev (AB InBev)-এর স্থানীয় ব্যবসার সঙ্গে হাত মিলিয়ে অংশীদারিত্ব করবেন।
নিজের নতুন ব্যবসায়ীক উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে আরিয়ান মিন্টকে বলেছেন, ‘বর্তমানে এ ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর সেটাই আমাদের সুযোগ। ব্যবসা মানেই নতুন সব সুযোগের খোঁজ।’