উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে দিঘাগামী বাস ছাড়া হচ্ছে। একেবারে আরামদায়ক ভলভো বাস। এবার বীরভূমের সিউড়ি থেকেও দিঘাগামী বাস ছাড়ার উদ্যোগ। এসবিএসটিসির উদ্যোগে দিঘাগামী এই বাস ছাড়ার উদ্যোগ নেওয়া হল এবার।
জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বীরভূমের সিউড়ি থেকে ছাড়বে এই বাস। বীরভূমের মানুষের কাছে এটা একটা বড় দিন। বাংলার মুখ্য়মন্ত্রী যেমন দিঘাতে জগন্নাথ মন্দির উপহার হিসাবে দিয়েছেন তেমনি সেই জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের উদ্যোগে এই বাস ছাড়ার উদ্যোগ নেওয়া হল। সিউড়িবাসী যেন জগন্নাথ মন্দির দর্শন করতে পারেন। আমরা সবাই এবার দিঘা যেতে পারব।
কখন ছাড়বে এই বাস?
এই বাস সকাল সাড়ে ৬টায় সিউড়ি থেকে ছাড়বে। এরপর দিঘা থেকে সাড়ে ৯টার পরে ছেড়ে আসবে। একটা বাস যাবে। আর অপর বাস আসবে। রামনগর থেকে কলকাতাগামী বাসও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সেটা আবার চালু হল।
এসবিএসটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। বাংলার মুখ্য়মন্ত্রীর প্রচেষ্টায় জগন্নাথধাম তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ রোজ সেখানে যাচ্ছেন। দিঘার একটা অন্যদিক খুলে গিয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ থেকে দিঘাগামী বাস ছাড়ার কথা বলেছেন মুখ্য়মন্ত্রী। বর্তমানে কালনা দিঘা, বর্ধমান দিঘা, আসানসোল দিঘা, দুর্গাপুর দিঘা, তারাপীঠ দিঘা, বহরমপুর দিঘা, কলকাতা দিঘা, বেলঘরিয়া দিঘা চলছে, করিমপুর দিঘা চলবে। এবার সিউড়ি থেকে দিঘা দুটো বাস। সকাল সাড়ে ৬টায় এটা সিউড়ি থেকে ছাড়বে। আবার ৯টা ৫০-এ এটা দিঘা থেকে আসবে। মাত্র ২৭৭ টাকা ভাড়া। সিউড়ি থেকে শিলিগুড়ি বাস চালানোর আশ্বাসও দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এর আগে সিউড়ি থেকে দিঘার বাস চালু ছিল। প্রায় ২০ বছর আগে এই ধরনের বাস চালু ছিল। তবে কালক্রমে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। এদিকে বীরভূম বাসীও চাইছিলেন সিউড়ি থেকে দিঘার জন্য় যেন সরাসরি বাস চালু হয়। এদিকে জগন্নাথ মন্দিররে উদ্বোধনের পরে দিঘাকে ঘিরে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই কেবলমাত্র আর সমুদ্র স্নানের জন্য নয়, দিঘাতে যাচ্ছেন মন্দির দর্শনের জন্য। আর তাঁদের সুবিধার জন্য এবার চালু হল সিউড়ি দিঘা বাস।
একেবারে নীল সাদা বেলুন দিয়ে সাজানো হয়েছিল এই বাস। সেই বাসে চেপে সোজা যাওয়া যাবে দিঘাতে। ভাড়া একেবারে সাধ্য়ের মধ্যে। সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়।