দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করে ফেলেছেন শাহরুখ-গৌরী। যদিও তাঁদের প্রেমের শুরুটা কিন্তু তার অনেক আগে। ১৯৮৪ সালে দিল্লিতে এক পার্টিতে প্রথম পরিচয় শাহরুখ-গৌরীর। প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম। ১৮ বছর বয়সে গৌরীর প্রেমে পড়েছিলেন শাহরুখ এবং তখন গৌরী ছিব্বরের বয়স ছিল মাত্র ১৪ বছর! হ্যাঁ, কিশোরীবয়সের গৌরীকে দেখে সদ্য যৌবনে পা রাখা শাহরুখ ঠিক করে ফেলেছিলেন বাকি জীবনটা এই কন্যের সঙ্গেই কাটাবেন।
ধর্মের ব্যবধান বাধা হয়নি এই সম্পর্কে। তিন সন্তানকে নিয়ে সুখী গৃহকোণ তাঁদের। দীর্ঘ কেরিয়ারে শাহরুখকে নিয়ে সেভাবে কখনও গসিপও রটেনি। শুধুমাত্র প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা নিয়ে বি-টাউনে একটা সময় কম কানাঘুষো শোনা যায়নি, তবে শক্ত হাতে সবটা সামলেছিলেন গৌরী। তাই এক কথায়, তাঁরা ‘মেড অফ ইচ আদার’। বলিউডের এই আদর্শ দম্পতিকে শনিবার রাতে দেখা গেল মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএএমএসিসি) আর্টস ক্যাফেতে। একটি অনুষ্ঠানে যোগ দিতে হাজির দুজনে।
শাহরুখ-গৌরীর রং মিলান্তি
শাহরুখ এবং গৌরী খানকে এদিন কালো পোশাকে স্টাইলিশ দেখাচ্ছিল। অভিনেতার পরনে ছিল কালো শার্ট, ম্যাচিং ব্লেজার, প্যান্ট ও জুতো। সবে নজরকাড়া বাদশার কানের দুল। গৌরীকে দেখা গেল কালো ককটেল ড্রেস আর রুপোলি হিল জুতোয়। পাপারাজ্জিদের জন্য পোজ দেওয়ার পর সবার উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়লেন শাহরুখ, যা দেখে অষ্টাদশী তরুণীর হৃদয়ও থমকে যায়। শাহরুখ-গৌরী কন্যা, সুহানা খানও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। তাঁর দেখা মিলল সাদা-কালো ব্লেজার ও শর্টসের নিচে সাদা টি-শার্টে।
আর কারা এলেন?
শাহরুখ খান, গৌরী খান ছাড়াও এদিনের অনুষ্ঠানে দেখা মিলল মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ-সহ অনেক সেলিব্রিটিদের। শাহিদ কাপুর, মীরা রাজপুত, বিদ্যা বালান, জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, করণ জোহর, শানায়া কাপুর এবং খুশি কাপুরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্যাটরিনা কাইফের দেখা মিলল কালো পোশাক ও হিলে। মাধুরী দীক্ষিত গোলাপি রঙের পোশাক বেছে নিয়েছেন, অন্যদিকে তাঁর স্বামী শ্রীরাম নেনে সাদা শার্ট, কালো ব্লেজার এবং ম্যাচিং প্যান্ট পরেছিলেন। শাহিদ কাপুরের পরনে ছিল কালো শার্ট ও প্যান্ট। মীরা রাজপুত একটি ধাতব কালো পোশাক বেছে নিয়েছিলেন। বিদ্যা বালান, তাঁর স্বামী-প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর, অনন্যা পান্ডে, তাঁর মা ভাবনা পান্ডে এবং করম জোহর কালো পোশাকে জুটি বেঁধেছিলেন।
অফ শোল্ডার রোজ গোল্ডেন ড্রেসে দেখা গেল জাহ্নবীকে। এনএএমএসিসি আর্টস ক্যাফের প্রিভিউ নাইটে আম্বানি পরিবারের সদস্যদেরও দেখা গিয়েছিল। নীতা আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্ট এবং ইশা আম্বানি পাপারাজ্জিদের জন্য জমিয়ে পোজ দিলেন।
শাহরুখের আসন্ন ছবি
শাহরুখকে আগামীতে সুজয় ঘোষ পরিচালিত 'কিং' ছবিতে দেখা যাবে ভক্তদের। শোনা যাচ্ছে, তাঁর মেয়ে সুহানা খানও এই ছবির অংশ হবেন। সম্প্রতি তিনি ডিজনির বহুল প্রত্যাশিত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'মুফাসা: দ্য লায়ন কিং'-এর হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছেন। সঙ্গ দিয়েছে তাঁর দুই পুত্র আরিয়ান ও আব্রাম।