বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: ‘সব কিছু আছে কিন্তু তাঁরা নেই’, এখনও কাদের কথা খুব মনে পড়ে শাহরুখের
পরবর্তী খবর
Shah Rukh Khan: ‘সব কিছু আছে কিন্তু তাঁরা নেই’, এখনও কাদের কথা খুব মনে পড়ে শাহরুখের
1 মিনিটে পড়ুন Updated: 03 Dec 2023, 02:43 PM ISTSubhasmita Kanji
Shah Rukh Khan: টুইটারে সম্প্রতি শাহরুখ খান একটি আস্ক এসআরকে সেশনের আয়োজন করেছিলেন। সেখানেই তিনি তাঁর ছেলেবেলার একাধিক স্মৃতি মনে করলেন।
বলিউডের বাদশা হলেও দিল্লির কোন জিনিসটা মিস করেন শাহরুখ?
সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ডঙ্কি। তার আগেই আবারও কিং খানকে তাঁর ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা গেল। ভক্তদের করা নানা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ। এমনকি ফিরে গেলেন তাঁর ছেলেবেলায়। মনে করলেন ফেলে আসা দিনের কথা।
ছোটবেলার কথা মনে করে কী বললেন শাহরুখ?
এদিন শাহরুখ যখন আস্ক এসআরকে সেশনের আয়োজন করেছিলেন সেখানে তাঁর এক ভক্ত তাঁকে ছোটবেলা এবং দিল্লিতে কাটানো সময়ের কথা জিজ্ঞেস করেন। সেই প্রসঙ্গে উঠতেই লহমায় অতীতে ফিরে গেলেন তিনি। জানালেন তিনি এখনও সেই সময়কার উপলব্ধি, মানুষটাকে নিজের মধ্যে বয়ে নিয়ে চলেন। তাঁর বড় হয়ে ওঠা, তাঁর ছোটবেলার সঙ্গে জড়িত সমস্ত স্মৃতি তাঁর আজও মনের মণিকোঠায় অমলিন হয়ে আছে বলেও জানান।
টুইটারে এদিন এক ব্যক্তি লেখেন, 'স্যার, আপনার দিল্লির কথা মনে পড়ে? আপনার ছোটবেলার প্রসঙ্গে কিছু বলুন না।' এই প্রশ্নের উত্তরে কিং খান বলেন, 'আমি তো এখনও ছোটই।' একই সঙ্গে বলেন, 'আমার ছোটবেলা ভালোই কেটেছে, আমি আমার বাবা মাকে খুব মিস করি।'