সারেগামাপা-র হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুরু থেকেই দর্শকদের মন জয়ে সফল দেবের ঘরের মেয়ে অঙ্কনা। ঘাটালের এই সুরেলা প্রতিযোগির গান প্রথম দিন থেকেই মন ছুঁয়েছে বিচারকদের। অবন্তী সিঁথির পর অঙ্কনা পেয়েছে ‘শিসপ্রিয়া’ খেতাব। মিষ্টি গলায় গান গওয়ার পাশাপাশি অসাধারণ শিস দেয় সে। এবার নচিকেতার গান গেয়ে চমক লাগাল অঙ্কনা।
সারেগামাপা-র আসন্ন এপিসোডে বিশেষ অতিথি হিসাবে হাজির হচ্ছেন নচিকেতা। ‘মহানায়ক’ সম্মান হোক কিংবা আর জি কর ইস্যুতে দায়সারা প্রতিবাদ, সম্প্রতি বিতর্কের কেন্দ্রে থেকেছেন গায়ক। কিন্তু বাংলা গানের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু সারেগামাপা-র আসরে নচিকেতা মুগ্ধ হলেন অঙ্কনার গানে।
চ্যানেল কর্তৃপক্ষ সামনে এনেছে চলতি সপ্তাহান্তের প্রোমো। সেখানে নচিকেতার লেখা, সুর করা এবং গাওয়া ‘এই মন ব্যাকুল যখন তখন’ গানটি গাইতে শোনা গেল অঙ্কনাকে। পারফরম্যান্স শেষে মন্ত্রমুগ্ধ নচিকেতা বলে ওঠেন, ‘সেইসময় যদি তুই থাকতিস, এই গানটা তুই গাইতিস’।
অঙ্কনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। যেখান থেকে পরপর ৩বার লোকসভা ভোটে জিতেছেন টলিউডের সুপারস্টার অভিনেতা দেব। সেই ঘাটালের মেয়ের সুরের জাদুতে মুগ্ধ সব্বাই।
এবারের এই রিয়েলিটি শোয়ের ট্যাগলাইন 'ভালো গান, যোগ্য সম্মান।' এবারও সঞ্চালকের আসনে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। ২০২৪ সালে এসে বদলে দেওয়া হয়েছে সারেগামাপা-র ফরম্যাট। এবারে আর কোনও মেন্টার রাখা হয়নি। বরং ৮ বিচারককে ৪টি টিমে ভাগ করে দেওয়া হয়েছে। জাভেদ আলি-অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী-রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়-শান্তনু মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত-অন্তরা মৈত্র রয়েছেন জুটিতে। প্রসঙ্গত গত সিজনে বিজয়ীর শিরোপা উঠেছিল পদ্মপলাশের মুকুটে। দ্বিতীয় হন অ্যালবার্ট কাবো। এই সিজনে কার হাতে উঠবে ট্রফি, সেটাই এখন দেখবার।