ঠাকুমা শর্মিলা ঠাকুরের জন্মদিনে আদুরে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সারা আলি খান। বৃহস্পতিবার ৭৮ বছরে পা দিলেন প্রবীন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে ঠাকুমার সঙ্গে একটি কোলাজ করা ছবি শেয়ার করেছেন সারা।
একটি ছবিতে পুচকে সারাকে ঠাকুমা শর্মিলার কোল বসে থাকতে দেখা গিয়েছে। হাতে একটা উলের কাপড় তাঁর। দুজনেই ক্যামেরার পিছনে থাকা মানুষটির দিকে তাকিয়ে। অপর ছবিটি সাম্প্রতিককালের। সারা এবং শর্মিলা দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়ে বসেছেন।
আরও পড়ুন: কমল হাসান থেকে আল্লু অর্জুন, দক্ষিণের এই ৭ তারকার পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন
স্টোরিতে ছবিটি শেয়ার করে ক্যাপশনে সারা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বড় আম্মা (লাল হৃদয় ইমোজি)। শক্তভপোক্ত হয়ে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি (আলিঙ্গন ইমোজি)। ১০ জনের মধ্যে একজন হিসেবে তুমিই সেরা।’

শর্মিলার মেজ মেয়ে সাবা আলি খানও এ দিন মায়ের জন্মদিনে নেটমাধ্যমে একটি কোলাজ করা ভিডিয়ো শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা ভিডিয়োতে, বাবা মনসুর আলি খান, দাদা সইফ আলি খান, বোন সোহা আলি খান, কারিনা কাপুর খান, ইব্রাহিম আলি খান এবং সারা সহ পরিবারের সদস্যদের ছবি রয়েছে।
১৯৬৮ সালে বিয়ে করেন শর্মিলা আর ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি। তাঁদের তিন সন্তান- সাবা আলি খান, সইফ আলি খান ও সোহা আলি খান। বর্তমানে গুরগাঁও-র পতৌদি প্যালেসেই থাকেন শর্মিলা। মায়ের মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সইফ এবং সোহা। অন্যদিকে মেজ মেয়ে সাবা পেশায় গয়না ডিজাইনার এবং ভোপালের পরিবারের বিশাল ওয়াকফ সম্পত্তির রক্ষক। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর ৭০ বছর বয়সে মারা যান মনসুর আলি খান পতৌদি।
অপুর সংসার, অ্যান ইভিনিং ইন প্যারিস, কাশ্মীর কি কালি, আরাধনা, অমর প্রেম, চুপকে চুপকে, দেশ প্রেমীর মতো হিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন শর্মিলা ঠাকুর। তিনি দু'বার জাতীয় পুরস্কার পেয়েছেন।