স্যান্ডি সাহা মানেই ভরপুর মজা। এদিন তিনি লন্ডন ট্রিপ থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সেজে কথা বলতে দেখা যাচ্ছে। নিজেকে আবার পরিচয় দেন ক্ষমতা হিসেবে। নিজের ভিডিয়োতে আর কী বললেন তিনি?
লন্ডনে গিয়ে কী ঘটিয়েছেন স্যান্ডি সাহা?
স্যান্ডি সাহা এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে মমতা মতো নীল পাড় সাদা শাড়ি, সাদা সোয়েটার, চশমা পরে থাকতে দেখা যাচ্ছে। এই বেশে তিনি লন্ডন আইয়ের সামনে ঘুরপাক খাচ্ছেন। তাঁকে এই ভিডিয়োতে রাস্তার ধারে এক বাদাম বিক্রেতাকে দেখিয়ে বলতে শোনা যায়, 'তোমাদের কী বলেছিলাম, কত কত ব্যবসার আইডিয়া দিয়েছিলাম। চপ শিল্প, ঘটি গরম বিক্রি করতে বলেছিলাম। দেখো আমার কথা শুনে ফেলেছ।' বলেই সেই বিক্রেতাকে দেখান।
আরও পড়ুন: 'ওটা তো সিভি দেখে হয় না, ওটা পায় ...' জড়িয়েছেন ৫ - ৬ টা সম্পর্কে, প্রেমে পড়ার পদ্ধতি শেখালেন স্বস্তিকা
তারপর সেই ব্যক্তির কাছে গিয়ে রীতিমত আলুর চপ আছে কিনা জিজ্ঞেস করেন। শেষমেষ সেটা না পেয়ে বাদাম ভাজা কিনে খান। সেই বিক্রেতাকে তিনি আবার জিজ্ঞেস করেন যে তাঁকে কেমন লাগছে। সেখানে দাঁড়িয়ে তোলেন খেলা হবে স্লোগান। তাঁর এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া। ইতিমধ্যেই এই ভিডিয়ো ১ লাখের বেশি ভিউজ পেয়েছে।
কে কী বলছেন?
এক ব্যক্তি বলেন, 'আপনাকে আর কলকাতায় পিসি ঢুকতে দিলে হয়!' আরেকজন লেখেন, 'সেরা সেরা! হেসে গড়িয়ে পড়লাম। আপনিই এসব করতে পারেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বাড়ি ফিরলেই তুলে নেবে , খুব সাবধান। বাই দ্যা ওয়ে, বেচারা না হয় বাংলাটা জানে না... তাই বলে এটা কি!' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এই কথাগুলো বলার জন্য দম থাকা দরকার। ব্রাভো।'