
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
প্রাক্তন অভিনেত্রী সানা খান এবং তাঁর স্বামী আনাস সৈয়দ তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। প্রথম সন্তানের জন্মের ৯ মাস পর দ্বিতীয় সন্তান আসার খবর ভাগ করে নেন সানা। দু বারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এরই মাঝে, এক সাক্ষাৎকারে আরও সন্তান নেওয়ার
গত ৫ জানুয়ারি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন সানা। আর ২০২৩ সালের জুলাই মাসে এই দম্পতি তাদের প্রথম সন্তান তারিক জামিলকে স্বাগত জানান। বর্তমানে তাঁর ছোট ছেলের বয়স মাত্র ২০ দিন।
আরও পড়ুন: ‘আপনিও কি বিয়ের আগে…’, ইন্ডিয়ান আইডলে খোঁচা বাঙালি মানসীর, প্রেম জীবন নিয়ে কী ফাঁস অক্ষয়ের
আর সেই উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে তাদের নবজাতক পুত্রের নাম ঘোষণা করলেন সানা খান। জানালেন সৈয়দ হাসান জামিল রাখা হয়েছে খুদের।
দেখুন সেই ভিডিয়ো-
মাসের শুরুতে, সানা খান এবং তার স্বামী আনাস সৈয়াদ তাদের দ্বিতীয় সন্তান আসার খবর ভাগ করে নিয়েছিলেন। আর এবার নাম সামনে আনলেও, এখনও ছোট ছেলের মুখ দেখাননি তাঁরা।
আরও পড়ুন: ছিঁড়ে কুটিকুটি করা হচ্ছে বিক্রম-সোহিনীর ‘অমরসঙ্গী’ ছবির পোস্টার! কারা নেপথ্যে
সানা ছেলে হওয়ার খবর দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, 'হে আল্লাহ, সব প্রশংসা তোমার। আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা তাকে দয়া ও ধর্মের পথে বড় করে তুলতে পারি, এবং তাঁকে তোমার বিশ্বস্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে পারি। আমাদের ছোট্ট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদটি ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত!
‘আলহামদুলিল্লাহ, আমাদের যা কিছু আছে তার জন্য। আমাদের যা কিছু ছিল তার জন্য। আলহামদুলিল্লাহ। এটা একটা ছেলে! আনন্দে ভাসছি আমরা। বড় ভাই তারিক জামিল তার ছোট ভাইকে স্বাগত জানাচ্ছে! ২০২৫ সালের ৫ জানুয়ারি জন্ম।’, লেখা ছিল বার্তায়।
আরও পড়ুন: আংটি বদলের তারিখ ঘোষণা সুকান্তর, কত লাখ মাইনের চাকরি করে অনন্যার ‘বড়লোক বর’?
সানা ‘বিগ বস ৬’ এবং সলমন খানের ছবি ‘জয় হো’-তে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ২০২০ সালের নভেম্বরে আনাস সাইয়াদকে বিয়ে করার আগে তিনি অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন। এরপর থেকে সবসময় বোরখাতেই দেখা গিয়েছে সানাকে।
দ্বিতীয় সন্তান জন্মের আগে সানাকে বলতে শোনা গিয়েছিল, ‘অবশ্যই, আমি আরও বাচ্চা নিতে চাই - পাঁচটি বাচ্চা, দশটি বাচ্চা। আগেকার দিনে তো লোকের ১০-১০টা বাচ্চা হত।’ এখন দেখার দুই পুত্রের পর, ফের সন্তান নেওয়ার সিদ্ধন্ত নেন কিনা সানা খান ও তাঁর সুরাতের বাসিন্দা ও বর্তমানে দুবাই-বাসী বর আনাস সৈয়াদ।
৳7,777 IPL 2025 Sports Bonus