সলমন খানের হাত ধরে কম ছেলেমেয়ে পা রাখেনি বলিউডে। এবার পালা ভাইজানের বডিগার্ড শেরার ছেলে। সলমন আগেই প্রমিস করেছিলেন শেরার ছেলে টাইগারকে নিয়ে আসবেন বলিউডে। আর সেরকমটাই করলেন। আপাতত পরিচালক ও টাইগারের বিপরীতে নায়িকার খোঁজে রয়েছেন খবর মিলছে ইতিমধ্যেই সতীশ কৌশিকের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগও করে ফেলেছেন সলমন। টাইগারকে বলিউডের জন্য প্রস্তুত করাতেও লড়িয়ে দিচ্ছেন জানপ্রাণ। পিঙ্কভিলার রিপোর্ট অনুসারে একাধিক নায়িকার সঙ্গেও কথা বলেছেন, তবে কারও নাম এখনও অফিসিয়াল হয়নি। সব ঠিক থাকলে ২০২৩ সালেই ফ্লোরে যাবে এই সিনেমা। ২০১৯ সালে টাইগারকে বলিউডে লঞ্চ করা নিয়ে সলমনকে বলতে শোনা গিয়েছিল, ‘শেরার ছেলে টাইগারের গ্রুমিং চলছে আপাতত। একাধিক প্রযোজক ওর ব্যাপারে ভাবছে। শেরা যদিও মনে করে ওর ছেলের জন্য স্ক্রিপ্ট বাছতে সেরা বিচারক আমিই হব। তাই আপাতত সেই কাজটা করছি। এখনও ভালো কিছু খুঁজে পাওয়া বাকি।’ বলে রাখা ভালো, সলমনের ২০১৬ সালের সিনেমা ‘সুলতান’-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছে টাইগার। বলে রাখা ভালো, জ্যাকলিন ফার্নান্ডেজ, তারা সুতারিয়া, আথিয়া শেট্টি, অর্জুন কাপুরদের বলি ডেবিউর পিছনে হাত ছিল সলমনের। বলিউডের ওপেন সিক্রেট হল যার মাথায় সলমনের হাত তাকে আর ভাবতে হয় না ছবি পাওয়া নিয়ে। আপাতত ভাইজান ব্যস্ত তাঁর পরের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ নিয়ে। এই সিনেমা দিয়ে বলি ডেবিউ হচ্ছে শেহনাজ গিলের। ২০২৩ সালের শেষে আসবে ‘টাইগার ৩’।