করোনা সংকটের মধ্যেই বাড়ি বদলাতে চলেছেন সইফ আলি খান ও তাঁর পরিবার। মুম্বইয়ে সইফিনার বর্তমান বাড়ির উলটো দিকেই আরও বড় একটি অ্যাপার্টমেন্ট শীঘ্রই শিফট করবেন পতৌদির নবাব ও তাঁর পরিবার। আপতত নতুন বাড়ি সাজিয়ে তোলবার কাজ চলছে। বর্তমানে সইফ-করিনা যে বাড়িতে থাকেন সেটি ভাড়া দেওয়ার প্ল্যানিং রয়েছে সইফ আলি খানের।
করোনা সংকটের মধ্যেই হামেশাই বাড়ির বাইরে পাপারাত্জিদের ক্যামেরায় লেন্সবন্দী হতে দেখা যাচ্ছে সইফ আলি খানকে। সেই কারণ জানতে চাওয়ায় মুম্বই মিররকে এই তথ্য দিয়েছেন সইফ। তিনি বলেন, 'আমাদের নতুন বাড়িতে রিনোভেশনের কাজ চলছে। সেই কাজের তদারকির জন্যই আমাকে প্রায়শই রাস্তা পেরিয়ে সেখানে যেতে হয়। সেটাই একমাত্র কারণ, না হলে ঘরবন্দি অবস্থায় হাঁসফাঁস করছি বলে আমি বাড়ির বাইরে বার হচ্ছি এমনটা নয়। বাড়িতে খুব ভালো সময় কাটছে। মাঝেসাঝে আমার বোন সোহা ওর পরিবারকে নিয়ে আসে। আমরা সন্তান-সারা, ইব্রাহিমও ঘুরতে আসে আমাদের বাড়িতে। এখন তো আমার বোন সাবাও মুম্বইতেই রয়েছে। কেবলমাত্র মা (শর্মিলা ঠাকুর) দিল্লিতে রয়েছে।

সম্প্রতি সোহা আলি খান এবং কুণাল খেমু,মেয়ে ইনায়াকে নিয়ে হাজির হয়েছিলেন সইফিনার বাড়িতে। ১২ই জুনের সেই ফ্যামিলি লাঞ্চে হাজির ছিলেন সারা আলি খান ও ইব্রাহিম আলি খানও। যার পরের দিনই সারা আলি খানের ড্রাইভারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। সইফ এই সম্পর্কে জানান, বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। তবে যে কেউ করোনা আক্রান্ত হতে পারে। সেই কারণে এই মুহূর্তে বাড়িতে থাকাটা এবং প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলাটা খুব জরুরি।

শুক্রবারই মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিলবেচারা। ছবিতে ক্যামিও অথচ গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে সইফকে। মুকেশ ছাবরার এই ছবিতে লেখক আফতাব খানের চরিত্রে পাওয়া যাবে সইফকে। ছবির ট্রেলার বা গানে এখনও পর্যন্ত দেখা মেলেনি সইফের। এছাড়াও অভিনেতার ঝুলিতে রয়েছে ভূত পুলিশ। অগস্ট মাসেই এই ছবির শ্যুটিং শুরু করবেন তারকা। এছাড়াও বিক্রম বেধার অফিসিয়্যাল হিন্দি রিমেকে আমির খানের সঙ্গে কাজ করবার কথা সইফ আলি খানের। যদিও করোনা পরিস্থিতিতে এই প্রোজেক্টের কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।