
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে নীতীশ তিওয়ারি পরিচালিত রামায়ণ নিয়ে। ইতিমধ্যেই রামায়ণ পার্ট ১ এর শ্যুটিং শেষ করে ফেলেছেন রণবীর কাপুর। এই ছবি নিয়ে একাধিক গুজব রটেছে। তার অন্যতম, নিজেকে শুদ্ধ করতে নাকি রামায়ণ করার জন্য নিরামিষাশী হয়েছেন সাই পল্লবী। এবার নিজেই সেই গুজবে জল ঢেলে যোগ্য জবাব দিলেন অভিনেত্রী। আইনি নোটিশ পাঠানোর হুমকি দিয়ে কী লিখলেন পর্দার হবু সীতা?
আরও পড়ুন: মৃত্যু পাপিয়া সারোয়ারের! কর্কটের মারণ থাবায় নিভল বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পীর জীবনদীপ
এদিন সকাল সকাল সাই পল্লবী এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে একটি পোস্টের মাধ্যমে স্পষ্ট করে দেন যে এসব গুজব নিয়ে তিনি যারপরনাই বিরক্ত। আর যা যা রটেছে তাঁর ব্যাপারে সবটাই ভিত্তিহীন মিথ্যে। রং চড়িয়ে ছড়ানো হয়েছে।
সাই পল্লবী তাঁর পোস্টে লেখেন, 'অধিকাংশ সময়, না আসলে প্রায় সবসময়ই আমায় নিয়ে কোনও ভিত্তিহীন মিথ্যে বা গুজব রটলে চুপ থাকার চেষ্টা করি। কখনও সেগুলোর পিছনে উদ্দেশ্য থাকেজ কখনও থাকে না, সেটা ঈশ্বরই জানেন। কিন্তু এবার সময় হয়েছে এটা নিয়ে কথা বলার, নইলে এসব থামার নয়। আমার ছবি বেরোনোর সময় এলেই বা ঘোষণা হলেই বা আমার কেরিয়ারের উদযাপন করা যায় এমন কোনও মুহূর্ত এলেই এসব রটানো হয়। এরপর আমি যদি আর কখনও কাউকে কোনও মনগড়া স্টোরি করতে দেখি খবরের নামে তাহলে আমার থেকে আইনি নোটিশ পাবেন। ব্যাস।'
হঠাৎ কেন চটেছেন সাই পল্লবী? এক তামিল সংবাদমাধ্যমে তরফে জানানো হয়েছিল যে সাই পল্লবী নাকি রামায়ণের জন্য আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন। নিরামিষাশী হয়েছেন। শুধু তাই নয়, এও রটানো হয় অভিনেত্রী নাকি যেখানে যাচ্ছে তাঁর সঙ্গে করে রাঁধুনি নিয়ে যাচ্ছেন যিনি তাঁর জন্য নিরামিষ খাবার রেঁধে দিচ্ছেন। আসতে সাই পল্লবী চিরকালই নিরামিষাশী। তিনি নিজেই এই কথা জানিয়েছেন।
নীতীশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবিটি দুটো পার্টে আসবে। রামায়ণ পার্ট ১ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলির সময়। আর পার্ট ২ আসবে ২০২৬ সালের দীপাবলির সময়। এই ছবিতে রামের ভূমিকায় থাকবেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় ধরা দেবেন সাই পল্লবী। রাবণ হবেন যশ। এছাড়া অন্যান্য চরিত্রে থাকবেন সানি দেওল, রবি দুবে, প্রমুখ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports