আরজি কর কাণ্ডের পর সাধারণ মানুষ তো বটেই, তারকারাও বারংবার বিচার চেয়ে পথে নেমেছেন। আর এই সময় অনেকেই একটা স্লোগান তুলেছিলেন 'অমুকের গালে গালে জুতো/থাপ্পড় মারো তালে তালে।' সম্প্রতি সেই স্লোগানকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। এবার তার জবাব দিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
আরও পড়ুন: মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েন শ্রীদেবী! সুজাতা মেহতা বললেন, 'পাগলের মতো ভালোবাসত একে অন্যকে'
ঠিক কী বলেছেন কুণাল ঘোষ?
এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, 'একশো শতাংশ আরজি করের নিন্দা করবেন। নিন্দা করছেন বলে বাদ নয়। যারা স্লোগান দিয়েছেন বাংলাদেশের মতো পালাতে হবে, অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, মিথ্যে বিকৃত ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নাটক করেছেন তাঁদের যেন আমাদের দলের কোনও অনুষ্ঠানে দেখা না যায়। দুমাস আগে বিপ্লব করেছেন, তারপর অ্যাডভান্স নিয়ে তৃণমূলের মঞ্চে এসে নাচ গান করবেন ওসব হবে না।' এদিন কুণালের এই মন্তব্যের বিরোধিতা করেছেন রুদ্রনীল ঘোষ।
কী বলেছেন রুদ্রনীল ঘোষ?
এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ বলেন, 'তৃণমূলের সঙ্গে সম্পর্ক কী? তৃণমূলের অনুষ্ঠান মানে? রাজ্য সরকার আর তৃণমূল কংগ্রেস যে এক নয় এঁরা সেরা ভুলে যান। তৃণমূলের এটা অভ্যাস দল আর সরকারের মধ্যে তফাৎ গুলিয়ে ফেলে।'
তিনি এদিন আরও বলেন, 'কুণাল ঘোষের এখানে মাথা ঘামানোর কী আছে সেটাই তো বুঝতে পারছি না। রাজ্য সরকার এবং পুলিশের গাফিলতি এবং বেশ কিছু জটিলতার জঙ্গি এই খুন ঘটেছে। প্রমাণ লুকিয়েছেন দুষ্কৃতীরা। যারা প্রতিবাদ করেছেন এটার, পথে নামছেন, গান গাইছেন তাঁদের সঙ্গে যখন অন্যায় হয় তখন তাল ছাড়াই গালে থাপ্পড় মারা উচিত। কুণাল ঘোষ কি রাজ্য সরকারের মুখপাত্র তাহলে মাথা ঘামাচ্ছেন কেন? উনি গুলিয়ে খেলছেন। রাজ্য সরকারের ব্যাপারে কেউ মন্তব্য করলে সেখানে ওঁর মন্তব্য করার অধিকার নেই। সম্বিত ফিরে আসা উচিত ওর।'