শুক্রবার ৭১ তম জাতীয় পুরস্কারের তালিকা প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন করণ জোহর। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’ পায় সেরা পপুলার ছবি এবং সেরা কোরিওগ্রাফির খেতাব। এই ছবিটি করণের কাছে ভীষণ স্পেশাল কারণ এই ছবির হাত ধরেই ৭ বছর বিরতির পর ফের তিনিই পরিচালকের আসনে ফিরে এসেছিলেন।
ছবিতে রণবীর আলিয়ার পাশাপাশি নজর কেড়েছিলেন শাবানা আজমি-ধর্মেন্দ্রর রসায়ন। ক্লাসিক্যাল নৃত্যশিল্পী হিসেবে ধরা দিয়েছিলেন বাঙালি অভিনেতা টোটা রায় চৌধুরী। আলিয়ার মায়ের চরিত্রে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। বক্স অফিসেও ছবিটি ভীষণ সাফল্য অর্জন করেছিল। এবার এই ছবিটির ঝুলিতে এল জোড়া জাতীয় পুরস্কার।
জাতীয় পুরস্কার পেয়েই উচ্ছ্বসিত করণ জোহর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘আমার হৃদয়ের খুব কাছের একটি ছবি রকি অর রানী কি প্রেম কাহিনি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। সমস্ত জুরি সদস্যদের আমি ধন্যবাদ জানাই। আমার ছবিটি যে বিপুল পরিমাণে ভালোবাসা পেয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।’

করণ জোহরের পাশাপাশি উচ্ছ্বসিত ছবির দুই তারকা রণবীর সিং এবং আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রণবীর সিং লেখেন, ‘এই সিনেমাটির আসল জয় হল এই ছবিটির সঙ্গে দর্শকরা একাত্ম হতে পেরেছিলেন। স্বাভাবিকভাবেই তাই এই ছবিটি সকলের কাছে ভীষণ কমফোর্ট জোন হয়ে উঠেছিল। মন হালকা করার মতো এটা একটা সিনেমা, বিনোদনমূলক ছবি। ভীষণ গর্বিত বোধ করছি। নিজেকে ধন্য মনে হচ্ছে। আমরা কৃতজ্ঞ।’
আলিয়া ছবির অন্যতম গান ‘ডিনডোরা বাজে রে’ গানের রিহার্সালের একটি মুহূর্ত পোস্ট করে লেখেন, ‘দারুন ম্যাজিকাল মুহূর্ত! টিমের সকলকে ভালোবাসা, তোমাদের জন্য এই সিনেমা এতটা ম্যাজিকাল হয়ে উঠেছে।’