এখনও বলিউডে আনুষ্ঠানিকভাবে নাম লেখাননি রাশা থাডানি। তবে এই স্টারকিডকে নিয়ে চর্চার শেষ নেই। সইফ-পুত্র ইব্রাহিমের সঙ্গে প্রেমের জল্পনা সদ্য মাথাচাড়া দিয়েছে। রাশার ইনস্টা-ফলোয়ার সংখ্যা মাথা ঘুরিয়ে দেবে। রবিনা ট্যান্ডনের মেয়ে বলে কথা! হবে নাই বা কেন? গত বছর থেকেই রাশার বলিউড ডেবিউয়ের জল্পনা তুঙ্গে। আগেই শোনা গিয়েছিল অভিষেক কাপুরের হাত ধরে বলিউড জার্নি শুরু করবেন রাশা। এবার সেই নিয়ে সামনে এল বড় আপটেড।
রাশা থাডানিকে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে আমান দেবগণ। আমানও বলিউডের অন্দরের লোক। অজয় দেবগণের ভাইপো হন আমান। কাকা, কাকিমা দুজনেই বলিউডের সুপারস্টার। সেই সূত্রে টিনসেল টাউনের পার্টিতে হামেশাই নজরে আসেন তিনি। এই হ্যান্ডসাম হাঙ্কের হাত ধরেই বলিউড সফর শুরু করেন ১৯ বছরের রাশা।
নতুন মুখেদের সুযোগ দিতে জুড়ি মেলা ভার অভিষেকের। সইফ-অমৃতা কন্যা সারাকেও লঞ্চ করেছিলেন তিনি। মঙ্গলবার জানা গেল, অভিষেক কাপুর পরিচালিত সেই ছবি শীঘ্রই মুক্তি পাবে। পাশাপাশি পরিচালকের আরও একটা নতুন প্রোজেক্টের নামও সামনে এল। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, ‘পরিচালক অভিষেক কাপুরের নতুন ছবির নাম শরাবি। শীঘ্রই ছবি নিয়ে বাকি তথ্য সামনে আসবে। অন্যদিকে অজয় দেবগণ, আমান দেবগণ এবং রাশা থাডানি অভিনীত অভিষেকের অপর ছবিটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার। সেটি মুক্তির জন্য তৈরি'।
সুহানা, খুশি বা আলিজেহ-র মতো স্টারকিডরা গত বছর বলিউডে পা রাখেছেন। ‘দ্য আর্চিস’কে শুরু থেকেই ‘নেপোটিমজের আতুঁড়ঘর’ বলে কটাক্ষ করেছেন অনেকে। এবার অভিষেকের আসন্ন ছবিতেও একসঙ্গে দুই নেপো-কিড! খবর, রোমাঞ্চ আর অ্যাকশনে ভরপুর সেই ছবিতে অভিনয় করবেন অজয় দেবগণও।
২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা টন্ডন। রাশা হলেন তাঁদেরই মেয়ে। যদিও বিয়ের বহু আগেই ছায়া ও পূজাকে দত্তক নিয়েছিলেন রবিনা। রাশা রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন, তাঁকে ফলো করেন প্রায় ৮ লক্ষ নেটিজেন। ইনস্টায় হামেশাই ফ্যাশনিস্তার অবতারে ধরা দেন ১৮ বছরের এই কন্যে।
মাস তিনেক আগে শোনা গিয়েছিল রাম চরণের বিপরীতে দক্ষিণী ছবিতে দেখা মিলবে রাশার। রুচি বাবু সানা-র সঙ্গে একটি ছবি করছেন রামচরণ। সেই ছবির জন্যই অডিশন দিয়েছেন রাশা। ৩০০ কোটির বাজেটে তৈরি হতে চলা এই ছবির নায়িকা হিসাবে নির্মাতাদের মনে ধরেছে রাশাকে। তবে এখনও সেই নিয়ে নিশ্চিত তথ্য সামনে আসেনি।