বাংলা নিউজ > বায়োস্কোপ > বাবা-মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন, তারপর একাধিক বার সরি বলেন রণবীর, ঠিক কী ঘটেছিল সেদিন? খোলসা করলেন এক দর্শক
পরবর্তী খবর
বাবা-মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন, তারপর একাধিক বার সরি বলেন রণবীর, ঠিক কী ঘটেছিল সেদিন? খোলসা করলেন এক দর্শক
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2025, 10:08 AM ISTSayani Rana
একজন দর্শক, তিনি এই বিশেষ পর্বের লাইভ শোটি দেখেছিলেন তিনি প্যানেলে থাকা সময়ের সহ-বিচারক রণবীরের 'বাবা-মায়ের যৌনতা প্রসঙ্গে' করা প্রশ্নটি জিজ্ঞাসা করার পর তাঁরা কী কী করেছিলেন সেটি জানান একটি ভিডিয়োর মাধ্যমে।
বাবা-মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন রণবীরের…! সেদিন এরপর কী হয়েছিল? জানালেন এক দর্শক
ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ওরফে বিয়ারবাইসেপসকে সময় রায়নার শোতে তাঁর মন্তব্যের জন্য যে ট্রোলিং করা হচ্ছে তা কি ওঁর প্রাপ্য? নাকি এই ঘটনাটি রাবার ব্যান্ডের মতো অহেতুক টেনে টেনে বড় করা হচ্ছে, যাতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে নজর সরে যায় সাধারণ মানুষের? এই বিতর্কে বর্তমানে স্যোশাল মিডিয়া দুভাগে বিভক্ত।
আর এর মাঝেই একজন দর্শক, তিনি এই বিশেষ পর্বের লাইভ শোটি দেখেছিলেন তিনি প্যানেলে থাকা সময়ের সহ-বিচারক রণবীরের 'বাবা-মায়ের যৌনতা প্রসঙ্গে' করা প্রশ্নটি জিজ্ঞাসা করার পর তাঁরা কী কী করেছিলেন সেটি জানান একটি ভিডিয়োর মাধ্যমে।
তিনি তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। যা পরে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োয় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, 'আমি সেই পর্বের শ্যুটের সময় ওখানেই উপস্থিত ছিলাম। আমি জানি তারপর কী কী হয়েছিল। আমি দর্শকাসনে ছিলাম। সেই ছেলেটা এসেছিল, রণবীর তাঁকে ওই সব প্রশ্ন জিজ্ঞাসা করে। তাঁর সঙ্গে এই রসিকতা করার পর রণবীর প্রায় ৩-৪ বার ওঁকে জিজ্ঞাসা ‘সরি, তুমি কিছু মনে করনি তো?’ আমি জানি একটা 'সরি' সব কিছু ঠিক করতে পারে না, কিন্তু তিনি ওই প্রতিযোগীর কথা ভাবছিলেন। তারপর আরও কিছুক্ষণ ওঁদের মধ্যে কথা হয়েছিল। তারপর সময় ওঁকে জিজ্ঞাসা করে যে সব ঠিক আছে কিনা। তারপর এই সব হওয়ার পর ওই ছেলেটি জিতে যায়।'