শুভশ্রীর কোলে তোয়ালে মোড়া একরত্তি শিশুকন্যা। পাশেই দাঁড়িয়ে রাজ। তবে কি সত্যি সত্যি অভিনেত্রীর ইচ্ছে মতো তাঁদের দ্বিতীয় সন্তান মেয়ে হল? অভিনেত্রীর সদ্য পোস্ট করা ছবি দেখে এমনই প্রশ্ন উঁকি দিচ্ছে। ব্যাপারটা ঠিক কী?
শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি
শুভশ্রী গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সকালে দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে তাঁর কোলে তোয়ালে মোড়া একটি শিশু কন্যা। পাশেই দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তুলছেন রাজ চক্রবর্তী। পরের ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রীর কোলে সেই শিশুটির একটু বড়বেলার ছবি। অভিনেত্রী চুড়িদার পরে তার হাত ধরে খেলায় ব্যস্ত থাকলেও সে অন্য দিকে তাকিয়ে আছে। এই দুটি ছবি দিয়ে শুভশ্রী লেখেন, 'শুভ জন্মদিন আমাদের ছোট্ট প্রিন্সেস।'
না, অভিনেত্রীর কোলে থাকা শিশুটি তাঁদের সন্তান নয়। তাঁদের আত্মীয়ের মেয়ে। তবে খুব শীঘ্রই রাজ শুভশ্রীর সংসারে নতুন সদস্য আসতে চলেছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। আর সেই উপলক্ষ্যে কদিন আগে তিনি জানিয়েছেন যে তিনি এবার একটি মেয়ে চান। আর তারপরই এমন ছবি দেখে অনেকেই প্রথমে চমকে গিয়েছিলেন।
আরও পড়ুন: সন্তান আসার আগেই পুজোর আমেজে মাতোয়ারা শুভশ্রী, অভিনেত্রীর জন্য কে গাইলেন পুজোর গান?
আরও পড়ুন: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তরে কী বললেন 'বাঘা যতীন'?

শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি
প্রসঙ্গত আজ আবার শুভশ্রীর বোনপোরও জন্মদিন। তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলের আজ জন্মদিন। তাঁর নানা সময়ের ছবি পোস্ট করে এদিন তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অনীশকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট ছেলেটা। তোমায় আমি সব থেকে বেশি ভালোবাসি।' তাঁর এই পোস্টে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
রাজ শুভশ্রীর দ্বিতীয় সন্তান
আর মাত্র কদিনের অপেক্ষা তারপরই রাজ এবং শুভশ্রীর দ্বিতীয় সন্তান আসবে। কিছুদিন আগেই সাধভক্ষণ অনুষ্ঠান গিয়েছে অভিনেত্রীর। এখন মাঝে মধ্যেই তাঁকে বরের সঙ্গে নানা পার্টি বা ডিনার ডেটে যেতে দেখা যায়। কখনও আবার ছেলের সঙ্গে গানে গল্পেও মেতে ওঠেন।