অগস্টেই রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের সংসারে নতুন সদস্য এসেছে। তাঁদের কোল আলো করে তাঁদের প্রথম সন্তান, তাঁদের মেয়ে এসেছে। এদিন একেবারেই বলিউডি কায়দায় তাঁরা যৌথভাবে মেয়ের নাম ঘোষণা করলেন।
মেয়ের কী নাম রাখলেন রাহুল এবং প্রীতি?
বলিউডের তারকাদের এখন ট্রেন্ড হয়েছে তাঁরা প্রথমেই সন্তানের মুখ দেখান না। বরং সন্তান ভূমিষ্ট হওয়ার কিছুদিনের মধ্যেই সন্তানের নাম প্রকাশ্যে আনেন তাও যৌথ ভাবে। রণবীর আলিয়া থেকে বিরত অনুষ্কা সকলেই একই পথে হেঁটেছেন এই বিষয়ে। এদিন ঠিক একই ভাবে বলিউডি কায়দায় মেয়ের নাম ঘোষণা করলেন রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস।
এই তারকা দম্পতি এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন, 'আমরা আনন্দের সঙ্গে ওর নাম ঘোষণা করছি, আয়রা মজুমদার।' প্রসঙ্গত টিভি ৯ বাংলাকে রাহুলরা জানিয়েছেন তাঁরা তাঁদের মেয়েকে বাড়িতে কিট্টু বলে ডাকছেন ।
আপাতত রাহুল এবং প্রীতি দুজনের সময়ই মেয়েকে নিয়ে কাটছে। কিছুদিন আগেই প্রীতি একটি পোস্ট করেন যেখানে তিনি জানান মেয়ের জন্য তাঁর রাতের ঘুম উড়েছে। চোখে তলায় নাকি কালিও পড়েছে। যদিও সবটাই নিছক মজা করেই, ফিল্টার লাগিয়ে।
রাহুল মজুমদারকে শেষবার হরগৌরী পাইস হোটেলে দেখা গিয়েছিল। সেখানে তিনি শঙ্করের ভূমিকায় অভিনয় করেছিল। কিছু মাস আগেই সিরিয়ালে দেখানো হয়েছে তাঁর চরিত্রটি মারা গিয়েছে। ফলে আপাতত এই তারকা দম্পতি মন দিয়ে মেয়েকে মানুষ করছেন।
আরও পড়ুন : ট্রেনের লম্বা সফরে এসরাজ সঙ্গী! শিল্পীর ‘ জীবন খাতার প্রতি পাতা ’ -র সুরে মুগ্ধ যাত্রী থেকে নেটিজেনরা