
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টেলিভিশনে কেরিয়ার শুরু নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে। এরপর তামিল, কন্নড় ছবিতে কাজ। দাগ কাটেন তামিল ছিল মিন্নালের মাধ্যমে। যার হিন্দি রিমেক রেহনা হ্যায় তেরে দিল মে-তেও নায়কের ভূমিকায় দেখা মিলেছিল আর মাধবনের। এবং গোটা দেশের নজর কাড়েন এই অভিনেতা। আরও পড়ুন-লুকিয়ে রাখতেন মেয়ের বাবাকে! ‘হায় রে বিয়ে….’, প্রাক্তন বউ অয়ন্তিকা ফের বিয়ে করতেই খোঁচা নীলায়নের?
তথাকথিত হিরোসুলভ চেহারা ছিল না তাঁর। বয়-নেক্সট-ডোর হিসাবেই কাশ্মীর থেকে কন্যাকুমারীর মন জিতেছিলেন। বছরের পর বছর ধরে, মাধবন নিজের অভিনয়ের জাদুতেই ইন্ডাস্ট্রিতে নিজের পাকা জায়গা ধরে রেখেছেন। তাঁর নতুন ছবি 'হিসাব বারাবার'ও এর ব্যতিক্রম নয়। জি ৫-এর এই ছবিতে রেলওয়ে টিকিট পরীক্ষক বা টিটি-র চরিত্রে অভিনয় করেছেন মাধবন। ছবিটি সম্পর্কে এইচটি-র সাথে আড্ডা দিয়েছেন নায়ক।
গত এক দশকে হাতে গোনা হিন্দি ছবিতে অভিনয় করেছেন মাধবন। 'তনু ওয়েডস মনু রিটার্নস'-এর পর 'হিসাব বারাবার' তাঁর চতুর্থ বলিউড ছবি। মাঝে পরিচালনা নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। স্বল্প ছবি করার কারণ হিসাবে তিনি বলেন, ‘আমি এই সময়টি মানুষকে অন্বেষণ এবং পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করেছি’।
অভিনেতা জোর দিয়ে বলেন, ‘সিক্স-প্যাক অ্যাবসওয়ালা সুপারহিরোর গুণাবলী এবং নাচের ক্ষমতা ছাড়াই আমি ২৫ বছর পরেও ইন্ডাস্ট্রিতে প্রাসঙ্গিক হয়ে থাকতে সক্ষম হয়েছি কারণ আমি বিশ্বের ইতিহাসের সবচেয়ে কঠিন প্রজন্মকে সঠিকভাবে চিত্রিত করতে পারি’।
অভিনেতা বলেন, তাঁর প্রজন্মের ভারতীয়রা প্রতিটি দিক থেকে বিশ্বকে শাসন করছে, তা আইটি, রাজনীতি বা ব্যবসা যে কোনও ক্ষেত্র হোক না কেন! এবং সকলেই উঠে এসেছে মধ্যবিত্ত শ্রেণি থেকে। তাঁর কথায়, ‘পূর্ববর্তী যে কোনও প্রজন্মের তুলনায় বিশ্বকে অনেক দ্রুত হারে রূপান্তরিত হতে দেখার এবং এর সাথে খাপ খাইয়ে নেওয়ার চ্যালেঞ্জ দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা আমাদের জীবদ্দশায় এসটিডি বুথ থেকে পেজার থেকে স্মার্টফোন সব দেখেছি। প্রাসঙ্গিক থাকার জন্য আমাদের লড়াই করতে হয়েছে’।
আজকের যুগের কমন ম্যান বা আম আদমি আর বেচারা নয়। তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন, প্রয়োজনে সঠিক অধিকার আদায় করে নিতেও। জেনারেশন এক্সের সেই কমন-ম্যানের যোগ্য প্রতিনিধি রুপোলি পর্দায় খুব কমজনই রয়েছেন, বলে বিশ্বাস মাধবনের।
তবে এত কম ছবি করায় 'আউট অফ সাইট, আউট অফ মাইন্ড'-এর ভয় কি কখনও ছিল অভিনেতার? তাঁর জবাব, ‘আমি কীভাবে প্রাসঙ্গিকতা বজায় রাখতে হয় তা শিখেছি। আপনি যদি চার বছর ধরে চলচ্চিত্র না করেন তবে লোকেরা আপনাকে ভুলে যাবে কারণ এখানে অনেক প্রতিযোগিতা রয়েছে। কিন্তু, আপনি যদি নিজের জন্য একটা যোগ্য জায়গা তৈরি করতে সক্ষম হন তবে আপনি বেঁচে থাকবেন।’
অশ্বিনী ধীর পরিচালিত 'হিসাব বারাবার' সিনেমাটি একজন সাধারণ মানুষের গল্প, যিনি একটি বেসরকারি ব্যাঙ্কের বিশাল কেলেঙ্কারি ফাঁস করতে চান। মাধবন ছাড়াও এই ছবিতে রয়েছেন নীল নীতিন মুকেশ, কীর্তি কুলহারি এবং রেশমি দেশাই। এটি ২৪ জানুয়ারি Zee5 এ মুক্তি পেয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports