বাংলা নিউজ > বায়োস্কোপ > একসঙ্গে পথ চলার ২৩ বছর, বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন আর মাধবন
সম্পূর্ণ পারিবারিক ব্যক্তি হিসেবে পরিচিত অভিনেতা আর মাধবন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবি দিয়েই পরিচালক হিসেবে ডেবিউ করছেন। প্রচণ্ড কাজে ব্যস্ত। এ দিকে ৬ জুন স্ত্রী সরিত বিরজের সঙ্গে দাম্পত্যের ২৩টা বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে স্ত্রী সরিতার সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে মাধবন। ক্যাপশনে লিখেছেন, ‘আসলে আগের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, এখন থেকে শুরু করলাম। শুভ বিবাহবার্ষিকী স্ত্রী।’ মাধবন এবং তাঁর স্ত্রী-এর এই ছবি দেখে মনে হচ্ছে, ‘একে অপরের জন্যই তৈরি তাঁরা’। আরও পড়ুন: বুকের উপর বড়-গোল ফুটো, লাল টপে সামান্থার এই ছবি দেখে ঘাম ছুটেছে নেটিজেনের