পুষ্পা ২ বক্স অফিস ২৭ বনাম বনাম বেবি জন বক্স অফিস ডে ৭: মুক্তির পর থেকে বক্স অফিসে ২৭ দিন পার করেও অব্যাহত পুষ্পা ঝড়। ক্রিজে নামার পর থেকে দারুণ গতিতে ব্যাট করছে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিলদের এই ছবি। পুষ্পা ২: দ্য রুল চতুর্থ সপ্তাহেও বক্স অফিসে অর্থ উপার্জন অব্যাহত রেখেছে। Sacnilk.com সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পুষ্পা ২ এখন ভারতের বক্স অফিসে ১১৭০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। [আরও পড়ুন: 'পুষ্পা ২'-কে অভিনন্দন আমিরের 'দঙ্গল'-এর সর্বকালের রেকর্ডের কাছাকাছি, জবাব দিলেন আল্লু অর্জুন]
পুষ্পা ২-এর কালেকশন
রিপোর্টে বলছে, পুষ্পা ২ দ্য রুল মুক্তির ২৭ তম দিনে অর্থাৎ মঙ্গলবার প্রায় ৬.৯৭ কোটি টাকা আয় করেছে। যা সদ্য মুক্তি পাওয়া বরুণ ধাওয়ানের নতুন ছবি 'বেবি জন'-এর থেকেও ভালো ব্যবসা করছে। ক্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেবি জন, আর পুষ্পা গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল।
প্রথম সপ্তাহেই ‘পুষ্পা ২’- ৭২৫.৮ কোটি টাকা সংগ্রহ করে রেকর্ড গড়ে। দ্বিতীয় সপ্তাহেও ছবিটি একই গতি বজায় রেখে ঘরে তোলে ২৬৪.৮ কোটি টাকা আয় করে এবং তৃতীয় সপ্তাহে ১২৯.৫ কোটি টাকা আয় করে। বর্তমানে দেশীয় বক্স অফিসে ছবির মোট সংগ্রহ ১১৭০.৭৭ কোটি টাকা।
আরও পড়ুন-নামের উচ্চরণ ভুল, কীর্তিকে 'ধোসা' বলে ডাকতেই কী উত্তর বরুণের ‘বেবি জন’ নায়িকা?
আরও পড়ুন-তাঁকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন, চিরঞ্জিতের সঙ্গে ছবি দিয়ে সুখবর শোনালেন রুক্মিণী