
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে দেবের 'খাদান', বড়দিনের ৪ ছবির মাঝে দেবের ছবিই এবার ফার্স্টবয়। রোজই বক্স অফিস কালেকশন নিয়ে আসছে সুখবর। তারই মাঝে সোশ্যাল মিডিয়ার হাত ধরে আরও একটা দারুণ খবর শোনালেন সুপারস্টারের রিয়েল লাইফ নায়িকা রুক্মিণী মৈত্র।
কী এমন খবর জানালেন অভিনেত্রী?
রুক্মণীর X হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাচ্ছে চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে তাঁর একটুকরো হাসিখুশি ছবি। যেখানে অভিনেত্রীকে স্নেহে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে রুক্মিণী লেখেন, ‘হাঁটি হাঁটি পা পা-এর প্রথম শিডিউল শেষ হল।’
আরও পড়ুন-নামের উচ্চরণ ভুল, কীর্তিকে 'ধোসা' বলে ডাকতেই কী উত্তর বরুণের ‘বেবি জন’ নায়িকা?
হ্য়াঁ, রুক্মিণী মৈত্র সদ্য পরিচালক অর্ণব মিদ্যা-র এই নতুন ছবির প্রথম অংশের শ্যুটিং শেষ করেছেন। আর এই ছবিতে রুক্মিণীর বাবার ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন চিরঞ্জিৎ ও রুক্মিণী। গত ১১ ডিসেম্বর সামনে এসেছিল ছবির প্রথম পোস্টার। সেখানে হাত ধরে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল পর্দার এই বাবা-মেয়ে জুটিকে।
এর আগে অর্ণব মিদ্যা-র এই ছবিতে কাজ করা প্রসঙ্গে রুক্মিণী বলেছিলেন, ‘হাঁটি হাঁটি পাপা’র গল্প যখন শুনি তখন কেন জানি না, গল্পটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে যায়, তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা, কাঁটাছেঁড়ার পর আজ আমার সত্যিই খুব ভালো লাগছে যে দর্শকদের আমরা এইরকম একটা ছবি উপহার দিতে চলেছি।’
তার আগে ছবির ফার্স্টলুক পোস্টারে একটা ছোট্ট এবং একটা বড় পায়ের ছাপ দেখে অনেকেই ভেবেছিলেন, এটা হয়তবা মা-মেয়ে বা মা-ছেলের গল্প হতে চলেছে। তবে ছবির পোস্টার মুক্তি পেতেই ছবির বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে যায়।
প্রসঙ্গত শেষবার রুক্মিণী মৈত্রকে দেখা গিয়েছে পুজোর ছবি ‘টেক্কা’তে। সেখানে দেবের সঙ্গেই কাজ করেছিলেন তিনি। ছবিতে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। বক্স অফিসেও বেশ ভালো ব্যবসা করেছে ছবিটি। তবে রুক্মিণী আরও এক বহুল প্রতীক্ষিত ছবি হল ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সম্প্রতি সেই ছবি টিজারও সামনে এসেছে। তারই মধ্যেই শোনা গিয়েছিল এবার তিমি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিতেও কাজ করতে চলেছেন। ছবিতে উঠে আসবে বাবা-মেয়ের গল্প।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports