ভিডিয়োতে দেখা যায়, কুকুরটি প্রসাদ নাগারকরের গাড়ির উদ্দেশ্যে ঘেউ ঘেউ করার কারণে, তিনি তাকে পিষে মারেন। অভিযোগ কুকুরটি তাঁর দামি গাড়ি দেখে ঘেউ ঘেউ করছিল, সেই রাগেই তাকে পিষে মারা হয়। তাই এই ঘটনাটি নিছকই দুর্ঘটনা নয়, এটাকে খুন হিসাবেই দেখার দাবি করেছেন অভিযোগকারী প্রত্যক্ষদর্শীরা।
ল্যাম্বারগিনি পিষে দিল কুকুরকে
ল্যাম্বারগিনি পিষে দিল কুকুরকে। সম্প্রতি, এমনই একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত অর্থাৎ যিনি ল্যাম্বারগিনি চালাচ্ছিলেন, তিনি হলেন পুণের নাগারকার জুয়েলার্সের মালিক প্রসাদ নাগারকর। ঘটনাটি ঘটেছে ৫ অগস্ট পুণের গুডলাক চকে। ঘটনাটি প্রকাশ্য দিবালোকেই ঘটে। পুরো ঘটনা CCTV ফুটেজে ধরা পড়েছে। সেই ভিডিয়োটির ভিত্তিতে সমাজকর্মী নীনা রাই নগরকারের বিরুদ্ধে ডেকান থানায় অভিযোগ দায়ের করেন, এরপরই তাঁকে অল্প সময়ের জন্য গ্রেফতার করা হয়।
অভিযোগ, কুকুরটিকে পিষে মারার পরও গাড়ি থামাননি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই আমরা অভিযুক্ত নাগারকার জুয়েলার্সের মালিক প্রসাদ নাগারকরকে গ্রেফতার করি, তাঁর ল্যাম্বারগিনি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। তবে বর্তমানে তিনি জামিনে মুক্ত। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।