মৌখিক নিগ্রহও যে একটা মানুষকে ভিতর থেকে ধীরে ধীরে শেষ করে দিতে পারে তা উঠে এসেছিল ‘লজ্জা’ সিরিজের হাত ধরে। তবে এক কঠিন লড়াইয়ের সূচনার মধ্যে দিয়ে সিরিজের শেষ হয়েছিল। আর সেখান থেকেই অনেকে আশা করেছিলেন যে এর দ্বিতীয় সিজন নিশ্চয়ই আসবে। তারপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি হইচইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় যে 'লজ্জা ২' আসছে পয়লা বৈশাখের সময়। অবশেষে প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার। পাশাপাপাশি নির্মাতাদের পক্ষ থেকে সিরিজ মুক্তির দিনক্ষণও প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় জখম সোনু সুদের স্ত্রী সোনালি, কেমন আছেন তিনি? কী জানাল হাসপাতাল?
আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচেন! বক্সা টাইগার রিজার্ভে মাখনা হাতির তাড়া, বিপদে মনোময়
প্রথম সিজনের অসাধারণ সাফল্যের পর, অদিতি রায়ের পরিচালিত ওয়েব সিরিজ 'লজ্জা ২' আসছে। এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। আরও তীব্র এবং চিন্তামূলক গল্প দেখা যাবে সিজন ২ -এ। ট্রেলারে দেখা গিয়েছে প্রথম সিজনে ‘জয়া’ যাদের পাশে পেয়েছিল এবার তারাও ভুল বুঝে আঙুল তুলেছে 'জয়া'র দিকে। সে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে, হয়েছে কোনঠাসা।
আরও পড়ুন: দেখুন-জ্বলুন-লুচির মতো ফুলুন…, রেগে গিয়ে বলেন রূপসা! ওমনি সায়নদীপের ডাক, ‘আরে বাচ্চা কাঁদছে…’
আরও পড়ুন: শো করতে ঢোকার সময় যুবকের অশালীন স্পর্শের চেষ্টা? বেজায় চটে গিয়ে মেরেই দিলেন শ্রাবন্তী
'জয়া'র নিজের পরিবার, যারা তার একমাত্র সহায় ছিল তারা আর কেউ ‘জয়া’র পাশে নেই। তার বিরুদ্ধে উঠেছে মিথ্যা অভিযোগ। এমন কিছুর জন্য তাকে দোষ দেওয়া হচ্ছে, যা সে করেনি। জয়া সম্পূর্ণ একা, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ‘লজ্জা ২’ তে দেখানো হবে কেবল মৌখিক নির্যাতন নয় মানুষের কিছু কিছু কাজও আর একটা মানুষকে ক্ষত-বিক্ষত করতে পারে। তবে ট্রেলারেই দেখা যায় যে এত কিছুর পরও 'জয়া' ঘুরে দাঁড়ায়। এবার সে কেবল মুষড়ে নেই। এবার সে আরও কঠিন। তবে প্রশ্ন তবু থেকেই যায়, কঠিন এই পথে বাকি লড়াইটা কীভাবে একা এগিয়ে নিয়ে যাবে সে? তা জানতে হলে অপেক্ষা করতে হবে সিরিজ মুক্তির। ১১ এপ্রিল বহুল প্রতীক্ষিত 'লজ্জা' -এর নতুন সিজন 'লজ্জা ২' আসছে হইচইয়ের পর্দায়।