ভাই-এর বিয়ে দেশে ফিরে জমিয়ে উপভোগ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ছিল সিদ্ধার্থ ও নীলম উপাধ্যায়ের সঙ্গীত। সেই অনুষ্ঠানে এসেই ভাই-বৌদির সঙ্গে পোজ দিলেন প্রিয়াঙ্কা। ছিলেন দেশি গার্লের বিদেশি বর নিক জোনাসও। সকলে মিলে পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দিলেন তাঁরা। তারই বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডয়ায় উঠে এসেছে।
ভাই-এর বউ-এর ড্রেস ঠিক করলেন প্রিয়াঙ্কা
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটি ভিডিয়োতে দেখা যায়, প্রিয়াঙ্কা অনুষ্ঠানস্থলে এসে ভাই সিদ্ধার্থের হবু বউ নীলমকে বলেন, 'তোমাকে অসাধারণ লাগছে', তারপর তাঁকে জড়িয়েও ধরেন। আবার ঝুঁকে পড়ে নীলমের পোশাক ঠিক করে দেন প্রিয়াঙ্কা, তাঁর চুলও ঠিক করে দেন। আবার পাপারৎজির ক্যামেরায় কীভাবে পোজ দিতে হবে, সেবিষয়েও নীলম গাইড করেন পিগি চপস। আবার সেসময় সেখানে নিক জোনাস পৌঁছলে, তিনি সিদ্ধার্থ ও নীলমকে জড়িয়ে ধরে তাঁদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন-DD বাংলায় বিশেষ অনুষ্ঠান, নস্টালজিয়ায় ভরা দূরদর্শনের অফিস ঘুরিয়ে দেখালেন সমদীপ্তা
আরও পড়ুন-ওঁকে ছাড়া ১ বছর পার! কার ছবি এখনও আগলে বসে রয়েছেন নীলাঞ্জনা?