অজয় দেবগন অভিনীত স্পোর্টস-ড্রামা 'ময়দান' দিয়ে আবারও অ্যাকশনে ফিরছেন দক্ষিণের প্রিয়ামণি। বলিউড ও দক্ষিণী, দুই ছবিতেই জমিয়ে অভিনয় করছেন অভিনেত্রী। তবে 'ময়দান'-এর আগে শাহরুখ-এর 'জওয়ান' ছবিতে অভিনয় করে চর্চায় উঠে এসেছিলেন প্রিয়ামণি। ২০২৩-এ সেই 'জওয়ান' ছিল ব্লকবাস্টার।
তবে অবশ্য শুধু 'জওয়ান' নয়, তারও আগে 'চেন্নাই এক্সপ্রেস' ছবির 'ওয়ান টু থ্রি ফোর' গানে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল প্রিয়ামণিকে। ছবির পরিচালক ছিলেন রোহিত শেট্টি। আর তারপর ফের 'অ্যাটলি' 'জওয়ান'-এর হাত ধরে বলিউডে ফেরেন তিনি। সম্প্রতি 'ময়দান' নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় শাহরুখের সঙ্গে ফের কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন দক্ষিণের 'প্রিয়া'। তাঁর কথায়, তিনি শাহরুখের জন্য সব ছাড়তে পারেন।
প্রিয়ামণি বলেন, 'আমি প্রস্তুত। যদি তিনি (SRK) আগামীকালই আমাকে ফোন করে বলেন, আসুন এবং আমার সঙ্গে কাজ করুন', আমি চলে যাবো। আমি ওঁর জন্য প্রস্তুত। আমি ওঁর জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত। যদি আমি মিস্টার খানের বিপরীতে সুযোগ পেলে কাজ করতে প্রস্তুত । আপনাদের [সংবাদমাধ্যমের] অনেক ক্ষমতা, দয়া করে এই খবর প্রকাশ করুন।'
প্রসঙ্গত ব্যাক-টু-ব্যাক হিট দিয়ে এই অভিনেত্রী প্রিয়ামণিও বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা পর্বে রয়েছেন। ‘জওয়ান’ থেকে 'আর্টিকেল ৩৭০' কিংবা আসন্ন 'ময়দান' সবই হিট। প্রিয়ামণি ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করেছেন।
আরও পড়ুন-'দাদা' সৌরভের পিঠপিছে চলছে 'ছোটখাটো দাদাগিরি'! শুনে কী বললেন সৌরভ?
এদিকে প্রিয়ামণিকে রাজ অ্যান্ড ডিকে-র ' দ্য ফ্যামিলি ম্যান ৩' - তেও দেখা যাবে। অভিনেত্রী শ্যুটিং শুরুর জন্য এক্কেবারেই প্রস্তুত। তাঁর কথায় ‘আমরা শীঘ্রই শুটিং শুরু করব।’ এর আগে ওটিটি সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান'-এও সুচিত্রা তিওয়ারির চরিত্রে দেখা গিয়েছে। এদিকে অজয় দেবগনের বিপরীতে তাঁর ‘ময়দান’ ২০২৪-এর ১০ এপ্রিল বড় পর্দায় আসছে।